টসে হেরে বোলিং করছে বাংলাদেশ


ঢাকা বিজনেস ডেস্ক , : 22-06-2024

টসে হেরে বোলিং করছে বাংলাদেশ

বিশ্বকাপে সুপার এইটের গুরুত্বপূর্ন ম্যাচে ভারতের বিপক্ষে ফিল্ডিং করছে বাংলাদেশ। ওয়েস্ট িইন্ডিজের এন্টিগায় টসে জিতে আগে ব্যাটিং নেয় ভারত। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত ১০ ওভারে তিন উইকেট হারিয়ে ৮৩ রান করেছে ভারত। বাংলাদেশের পক্ষে সাকিব আল হাসান একটি এবং তানজিম সাকিব ২ উইকেট নিয়েছেন। দলীয় ৩৯ রানে আউট হন রোহিত শর্মা। ৭১ রানে পড়ে দ্বিতীয় উইকেট। আউট হন বিরাট কোহলি। ৭৭ রানে পড়ে তৃতীয় উইকেট, আউট হন সুরিয়া কুমার যাদব। কোহলি এবং সুরিয়া নবম ওভারে প্যাভিলিয়নে ফিরেন তানজিম সাকিবের বলে।


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]