০১ জুলাই ২০২৪, সোমবার



দক্ষিণ আফ্রিকাকে হারাতে বাংলাদেশের দরকার ১১৪ রান

ঢাকা বিজনেস স্পোর্টস ডেস্ক || ১০ জুন, ২০২৪, ১০:০৬ পিএম
দক্ষিণ আফ্রিকাকে হারাতে বাংলাদেশের দরকার ১১৪ রান


টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে জিততে বাংলাদেশের দরকার মাত্র ১১৪ রান। টাইগারদের বিপক্ষে টসে জিতে ব্যাটিং নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে তারা নিতে পেরেছেন মাত্র ১১৩ রান। 

নিউ ইয়র্কের ম্যাচটিতে দারুণ সূচনা পেয়েছিল বাংলাদেশ। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকাকে দারুণ চাপে রাখে তারা। পঞ্চম ওভারে মাত্র ২৩ রানেই দক্ষিন আফ্রিকা চার উইকেট হারায়। প্রথম ওভারেই উইকেট পান ফাস্ট বোলার তানজিম সাকিব। দ্বিতীয় ওভারে উইকেট পান তাসকিন আহমেদ। তৃতীয় ওভারে আবারও তানজিমের আঘাত। তাসকিনের করা চতুর্থ ওভার বাদে, তানজিমের করা পঞ্চম ওভারে আবারো উইকেট। ৪.২ ওভারে দলীয় ২৩ রানে পড়ে যায় দক্ষিণ আফ্রিকার ৪ উইকেট।   

তবে শুরুর দিকের চাপ সামলে ভালোই এগোতে থাকেন দুই ব্যাটসম্যান মিলার এবং ক্লাসেন। ১৭.৩ ওভারে ৪৪ বলে ৪৬ রান করে সাজঘরে ফেরেন হেনরি ক্লাসেন। দলীয় রান তখন ১০২। এর ঠিক ৪ রান পরেই আঘাত হানেন রিশাদ। কিলার ব্যাটসম্যান ডেভিড মিলারকে বোল্ড করেন তিনি। ৩৮ বলে ২৯ রানে ফেরেন মিলার। ১০৬ রানে পরে ৬ষ্ঠ উইকেট। 

শুরুতে খুবই মারমুখী ছিলেন উদ্বোধনী ব্যাটসম্যান ডি কক। ১১ বলে ১৮ রান করেন তিনি। অন্য উদ্বোধনী ব্যাটসম্যান রেজা হেনড্রিকস ডাক মারেন। মারক্রম করেন ৮ বলে ৪ রান। স্টাবস ফেরেন শূন্য রানে। দুই অপরাজিত ব্যাটসম্যান জানসেন করেন ৫, মহারাজ করেন ৪ রান। 

বাংলাদেশের পক্ষে ৪ ওভারে ১৮ রান দিয়ে ৩ উইকেট পান পেসার তানজিম সাকিব। তিনি আজ দারুণ বোলিং করেছেন, এনেছেন দারুণ সূচনা। ৪ ওভারে ১৯ রান দিয়ে দুই উইকেট নেন তাসকিন। রিশাদ প্রথম ম্যাচের মতো সুবিধে করতে না পারলেও ৩২ রান দিয়ে নিয়েছেন মিলারের উইকেট। মোস্তাফিজ ৪ ওভারে দিয়েছেন ১৮ রান, পাননি উইকেট। সাকিব ১ ওভারে দিয়েছেন ৬ রান। মাহমুদুল্লাহ ৩ ওভারে ১৭ রান দিয়েছেন, থেকেছেন উইকেট শূন্য। 

তবে সব মিলিয়ে স্বপ্নের মতো বোলিং ইনিংস শেষে করেছে বাংলাদেশ। এখন দৃষ্টি সীমার মধ্যে থাকা কাঙ্ক্ষিত জয় বাংলাদেশ পায় কি না, সেটাই দেখার বিষয়। টি-টোয়েন্টিতে এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোনো জয়ের রেকর্ড নেই বাংলাদেশের।



আরো পড়ুন