২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



আলুর দামে অসন্তোষ, সবজিতে স্বস্তি

আনোয়ার হোসেন বুলু, দিনাজপুর || ৩১ মে, ২০২৪, ০৬:৩৫ এএম
আলুর দামে অসন্তোষ, সবজিতে স্বস্তি


দিনাজপুরের হিলিতে কমেছে সব ধরনের সবজির দাম কেজিতে ১০ টাকা করে। একসপ্তাহ আগে প্রতিকেজি পটল, ঢেঁড়শ ৪০ টাকা দরে বিক্রি হয়েছে। আর আজ বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি দরে। এভাবে প্রতিটি সবজির দামই কমেছে। তবে আলুর দাম নিয়ে অসন্তোষ রয়েছে ক্রেতাদের মাঝে। প্রতিকেজি আলু বিক্রি হচ্ছে ৬০ টাকা দরে। 

ক্রেতারা বলছেন, অন্যান্য সবজির দাম যেমন কমেছে। আলুর দামও যদি একটু কমতো, তাহলে সাধারণ ক্রেতাদের জন্য সুবিধা হতো। আর বিক্রেতারা বলছেন, কিছুদিন আগে প্রচণ্ড দাপদাহের কারণে সবজির উৎপাদন কমে গেছে। বাজারে সরবরাহও কমেছে। তাই সবজি বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করতে হয়। এখন সরবরাহ স্বাভাবিক হয়ে এসেছে। দামও কমেছে। কিন্তু আলু কিনতে হচ্ছে ৫৫ টাকা কেজি দরে। তাই ৬০ টাকা কেজি দরে কিক্রি করতে হচ্ছে। 

সবজি বাজারে কথা হয় মো. গোলজার হোসেনের সঙ্গে । তিনি বলেন, ‘আজ (৩১ মে) সবজি কিনে একটু স্বস্তি পেলাম। গেলো সপ্তাহে প্রতিকেজি পটল , ঢেঁড়শ ৪০ টাকা কেজি দরে কিনতে হয়েছে। আর আজ কিনলাম ৩০ টাকা কেজি দরে। একইভাবে কমেছে পুঁইশাক, লালশাকসহ অন্যান্য সবজির দাম।’ 

আরেক ক্রেতা মো. জুলফিকার আলী বলেন, ‘বাজারে ঢেঁড়শ, পটলসহ শাকসবজির দাম কিছুটা কমেছে। কিন্তু আলুর দাম কিছুতেই কমছে না।  একমাস আগে আলু ৪০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। এখন আলু ৬০ টাকায় কিনতে হচ্ছে। অনেক মানুষ আলু কেনা কমে দিয়েছে।’ 

সবজি বিক্রেতা মো. মোকলেছার রহমান বলেন, ‘কাঁচাসবজির দাম নির্ভর করে সরবরাহের ওপরে। যখন সরবরাহ বাড়ে, তখন দাম কমে। আবার যখন সরবরাহ কমে, তখন দাম বাড়ে। কিছুদিন আগেই গরমের কারণে সবজির উৎপাদন কমে যাওয়ায় বাজারে সরবরাহও কমে যায। এখন আবার সরবরাহ স্বাভাবিক হয়ে এসেছে। তাই দামও কেজিতে ১০ টাকা কমেছে। তবে আলুর দাম কমছে না। আগে ৪৫ টাকা কেজি দরে কিনে ৫০ টাকা কেজি বিক্রি করতাম। আর এখন ৫৫ টাকা কেজি দরে কিনে ৬০ টাকায় বিক্রি করছি।’

ঢাকা বিজনেস/এনই

 




আরো পড়ুন