২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



টাঙ্গাইলে ৩ উপজেলায় ভোট গণনা চলছে

টাঙ্গাইল প্রতিনিধি || ২১ মে, ২০২৪, ১১:৩৫ এএম
টাঙ্গাইলে ৩ উপজেলায় ভোট গণনা চলছে


শান্তিপূর্ণভাবে দ্বিতীয় ধাপে টাঙ্গাইলের কালিহাতী, ভূঞাপুর ও ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে চলছে গণনা । এর আগে মঙ্গলবার (২১ মে) সকাল ৮টার থেকে শুরু হয়ে  একটানা বিকেলে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।   

নির্বাচনে  ১০ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ এছাড়া ভাইস চেয়ারম্যান ১২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৯ জন  প্রতিদ্বন্দ্বিতা করেন৷  নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ৭ প্লাটুন বিজিবিসহ পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী দ্বায়িত্ব পালন করেন। এছাড়া ৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ৩৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন। 

/ঢাকা বিজনেস/নোমান/



আরো পড়ুন