২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



সেমির স্বপ্ন নিয়ে আজ আরব আমিরাত-বাংলাদেশ মুখোমুখি

ক্রীড়া ডেস্ক || ২৫ জানুয়ারী, ২০২৩, ১২:০১ পিএম
সেমির স্বপ্ন নিয়ে আজ আরব আমিরাত-বাংলাদেশ মুখোমুখি


প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই আসরে প্রথমবার অংশ নিয়েই বাজিমাত করছে বাংলাদেশের নারী দল। দক্ষিণ আফ্রিকার মাটিতে দুর্দান্ত পারফর্ম্যান্স করেছেন আফিয়া প্রত্যাশা ও স্বর্ণা আক্তাররা। খেলছেন সুপার সিক্সে।

সেমিফাইনালের স্বপ্ন দিয়ে আজ মাঠে নামবে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলবে টাইগ্রেসরা। বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৬টায় শুরু হবে ম্যাচটি। 

যদিও সেমিফাইনালের স্বপ্নটা কঠিন হয়ে গেছে। সুপার সিক্স পর্বে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের কারণে শেষ চারে উঠতে বেশ বেগ পেতে হবে বাংলাদেশের মেয়েদের। এই ম্যাচে বাংলাদেশ কেবল জয় পেলে চলবে না। বেশ বড় ব্যবধানে জয় পেতে হবে। 

বাংলাদেশের কোনো টিভি চ্যানেল দেখাচ্ছে না এই ম্যাচ। তবে র‍্যাবিটহোলবিডির সাবস্ক্রিপশন কিনে খেলা দেখতে পারবেন বাংলাদেশিরা। বাংলাদেশ থেকে ডিজিটাল মাধ্যমে খেলা দেখার এই একটিই উপায়। এ ছাড়াও আইসিসি টিভিতেও খেলাটি দেখা যাবে।

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন