২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



কর্পোরেট কর্নার
প্রিন্ট

৮৬" ভিসতা টিভি দিচ্ছে নেপালে ‘কাপল ট্যুর’

ঢাকা বিজনেস ডেস্ক || ৩০ এপ্রিল, ২০২৪, ০৭:৩৪ এএম
৮৬" ভিসতা টিভি দিচ্ছে নেপালে ‘কাপল ট্যুর’


দেশীয় ইলেক্ট্রনিক্স ব্র্যান্ড ভিসতার ৮৬" অ্যান্ড্রয়েড টিভি কিনলেই মিলছে নেপালে কাপল ট্যুরের সুযোগ। ভিসতা জানাচ্ছে, ভিসতা ওয়েবসাইট www.https://vistabangladesh.com/  থেকে ৮৬" অ্যান্ড্রয়েড টিভি কিনলে ক্রেতারা জিতে নিন নেপাল ‘কাপল ট্যুর’।

ভিসতার হেড অব করপোরেটশ সেল্‌স সোহেল আহমেদ বলেন, ‘ভিসতার ৮৬" অ্যান্ড্রয়েড টিভিতে থাকছে উন্নতমানের ইমেজ কোয়ালিটি ও অসাধারণ সাউন্ড সিস্টেম।’

সোহেল আহমেদ আরও বলেন, ‘‘ভিসতা ওয়েবসাইট থেকে ৮৬" গুগল সার্টিফায়েড ভিসতা অ্যান্ড্রয়েড টিভি কিনলেই মিলবে ১৫ শতাংশ ডিসকাউন্ট। এরসঙ্গে যিনিই ৮৬"  অ্যান্ড্রয়েড টিভি কিনলেই ‘নেপাল ট্যুর’-এর সুযোগ পাচ্ছেন।’’ 



আরো পড়ুন