২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



ইরি-বোরোর ধানে, চাষির স্বপ্ন ভাসে

আনোয়ার হোসেন বুলু, দিনাজপুর || ২৪ এপ্রিল, ২০২৪, ০১:৩৪ পিএম
ইরি-বোরোর ধানে, চাষির স্বপ্ন ভাসে


দিনাজপুরের হিলিতে চলতি ইরি-বোরো মৌসুমে ভালো ফলনের আশা করছেন চাষিরা। মাঠজুড়ে সবুজের সমারোহ। চারদিকে শুধু সবুজ আর সবুজ। কৃষকেরা বলছেন, এখন পর্যন্ত ফসলের অবস্থা ভালো আছে। তবে কোনো মাঠে পোকা দেখা দিয়েছে। কৃষি বিভাগ ‘ফুতি’ পোকা দমনে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছে। আর কৃষি বিভাগ বলছে, কোনো কোনো মাঠে ‘ফুতি’ পোকার দেখা দিয়েছে। তবে ‘ফুতি’ পোকা তেমন ক্ষতি করতে পারবে না। বুধবার (২৪ এপ্রিল) চাষি ও কৃষি বিভাগ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে। 

উপজেলার বৈগ্রামের কৃষক মো. একরামুল হক বলেন, ‘আমি এই বছর  নিজের ৩ বিঘা ও বর্গা নিয়ে আরও ২ বিঘা জমিতে ইরি-বোরো আবাদ করেছি। এখনো মাঠের অবস্থা ভালো আছে। গত বছর ভালো ফলন পেয়েছিলাম। আশা করছি, বড় ধরনের প্রাকৃতিক কোনো বিপর্যয় দেখা না দিলে ফলন ভালো হবে।’ 

ছাতনী গ্রামের কৃষক আব্দুল আজিজ বলেন, ‘আমি প্রতিবছর ইরি-বোরো মৌসুম নিজের ৫ থেকে ৭ বিঘা জমিতে ইরি-বোরো আবাদ করি। এবারও করেছি। কোনো কোনো জমিতে ধানের শীষ বের হয়েছে। আবার কোনো জমিতে শীষ বের হতে  আরও সপ্তাহ খানেক সময় লাগতে পারে।’

আব্দুল আজিজ আরও বলেন, ‘‘এবার অন্য কোনো পোকা তেমন একটা দেখা দেয়নি। তবে কিছু জমিতে ‘ফুতি’ পোকার আক্রমণ দেখা দিয়েছে। ‘ফুতি’ পোকা দমনে কৃষি বিভাগের পরামর্শে নিয়মিত জমিতে ওষুধ স্প্রে করছি। আশা করছি ফলন ভালো হবে।’ 

হাকিমপুর উপজেলা কৃষি অফিসার মোছা. আরজেনা বেগম ঢাকা বিজনেসকে বলেন, ‘‘চলতি ইরি-বোরো মৌসুমে হাকিমপুর উপজেলার ১ পৌরসভা ও ৩ ইউনিয়নে ইরি-বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৭ হাজার ৬১৫ হেক্টর জম। আর আবাদ হয়েছে ৭ হাজার ৬১৬ হেক্টর জমিতে। কিছু কিছু জমিতে ‘ফুতি’ পোকা দেখা দিয়েছে। কৃষি বিভাগ ‘ফুতি’ পোকাসহ যে-কোনো রোগবালাই দমনে কৃষকদের নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছে। তাই ‘ফুতি’ পোকা তেমন ক্ষতি করতে পারবে  না।’’

 আরজেনা বেগম আরও বলেন, ‘আবহাওয়া অনুকুলে থাকলে লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে।’ 

/ঢাকা বিজনেস/এনই



আরো পড়ুন