২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



আজ থেকে হিলিবন্দর ৬ দিন বন্ধ

দিনাজপুর প্রতিনিধি || ০৯ এপ্রিল, ২০২৪, ০৬:৩৪ এএম
আজ থেকে হিলিবন্দর ৬ দিন বন্ধ


পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ (মঙ্গলবার) থেকে আগামী রোববার (১৪ এপ্রিল) পর্যন্ত টানা ৬ দিন দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বন্ধ থাকবে আমদানি-রপ্তানি। তবে আগামী সোমবার ( ১৫ এপ্রিল) থেকে পুনরায় শুরু হবে আমদানি-রপ্তানি। হিলি স্থলবন্দর কাস্টমস সিঅ্যান্ডঅ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

চলন্ত বলেন, ‘মুসলমানদের বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ মঙ্গলবার থেকে আগামী রোববার পর্যন্ত হিলিবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। আগামী সোমবার থেকে আবারও শুরু হবে আমদানি-রপ্তানি কার্যক্রম।’

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) শেখ আশরাফুল আলম ঢাকা বিজনেসকে বলেন, ‘পবিত্র ঈদুল ফিতরের কারণে হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দু’দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।’

ঢাকা বিজনেস/এনই/ 



আরো পড়ুন