ফুটপাত ও রাস্তা দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ এবং অবৈধ ক্যাবল সংযোগ বিচ্ছিন্ন করার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ঢাদসিক)। অভিযানে রাস্তা ও ফুটপাত দখল করে মালামাল রাখায় একটি দোকান সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
সোমবার (২৩ জানুয়ারি) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান রাস্তা ও ফুটপাত দখলের বিরুদ্ধে আনন্দ বাজার এলাকায় এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খান অবৈধ ক্যাবল সংযোগ বিচ্ছিন্ন করতে ফকিরাপুল এলাকায় এসব অভিযান পরিচালনা করেন।
করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামান পরিচালিত ভ্রাম্যমাণ আদালত আনন্দ বাজার এলাকায় একটি দোকানকে সাময়িক বন্ধ ঘোষণা করে তাতে তালা লাগিয়ে দেন। আর কখনো রাস্তা ও ফুটপাত দখল করে মালামাল রাখা হবে না, করপোরেশন বরাবর এমন মুচলেকা দিলে তাকে দোকান খোলার অনুমতি দেওয়া হবে বলে এ সময় দোকানিকে জানিয়ে দেওয়া হয়। এ ছাড়াও, এসময় ফুটপাতের নিচ দিয়ে অবৈধভাবে লাইন টেনে পানি বিক্রি করার অপরাধে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন ও পানির অবৈধ লাইনটি বন্ধ করে দেন। ফুটপাতে অবৈধভাবে অস্থায়ী দোকান স্থাপন করায় দুটি মামলায় ২ ব্যক্তির কাছ থেকে ৭ হাজার টাকা জরিমানা আদায় করেন। অভিযানকালে জব্দকৃত মালামাল উন্মুক্ত নিলামের মাধ্যমে ২১ হাজার ৫০০ টাকায় বিক্রয় করা হয়।
স্থানীয় সরকার সিটি করপোরেশন আইন, ২০০৯ এর ৯২ এর (৭) ও (৮) ধারায় এসব জরিমানা আদায় করা হয়।
এদিকে ফকিরাপুল এলাকার পানির ট্যাংকির বিপরীত পাশে ডিআইটি এক্সটেনশন রোডে নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খানের আদালত ৫টি বৈদ্যুতিক খুঁটি থেকে অবৈধ ক্যাবল সংযোগ বিচ্ছিন্ন করেন।
অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান বলেন, ‘রাস্তা ও ফুটপাত দখল করে গাড়ি পার্কিংয়ের বিরুদ্ধে প্রতিনিয়ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় আজ আনন্দ বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে। রাস্তা ও ফুটপাত দখলের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’
ঢাকা বিজনেস/এইচ