২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



বিএনপি নেতারা ক্লান্ত, কর্মীরা হতাশ: সেতুমন্ত্রী

ঢাকা বিজনেস ডেস্ক || ১৯ মার্চ, ২০২৪, ১০:৩৩ এএম
বিএনপি নেতারা ক্লান্ত, কর্মীরা হতাশ: সেতুমন্ত্রী


সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির নেতারা ক্লান্ত, কর্মীরা হতাশ। এ অবস্থায় গালিগালাজ করা ছাড়া তাদের করার কিছু নেই। দলটি এখন ইফতার পার্টির নামে সরকারের অন্ধ সমালোচনা করছে।’ মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ শ্রমিক লীগ এবং কৃষক লীগের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি ইফতার পার্টি করে, এটাকে ইফতার পার্টি বলবো না কি গিবত পার্টি বলবো? আওয়ামী লীগের গিবত করার জন্যই ইফতার পার্টি। ইফতার পার্টির নামে ঢালাওভাবে সরকারের সমালোচনা করে বিএনপি।’ তিনি বলেন, ‘এখানে বিএনপি মিথ্যা বললে, জবাব তো দিতেই হবে। তারা মিথ্যা কথা বলা বন্ধ করুক। তাহলে ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই। আমরা গায়ে পড়ে কিছু বলতে যাবো না।’

আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপিকে ভাঙার অভিযোগ নিয়ে এক বিএনপি নেতার বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপিকে আমরা কেন ভাঙতে যাবো? আমাদের কি কোনো দুর্বলতা আছে, যে বিএনপি থেকে লোক এনে সে ঘাটতি পূরণ করতে হবে? আওয়ামী লীগের বহু নেতা-কর্মী আছেন। গত নির্বাচনে দেখেছেন প্রার্থিতা ফরম নিতে কত ভিড়। আওয়ামী লীগে কোনো দুর্ভিক্ষ নেই।’

গত জাতীয় নির্বাচনে কিংস পার্টির সৃষ্টি নিয়ে সরকারের ভূমিকা আছে কি না, এমন প্রশ্নের জবাবে  সেতুমন্ত্রী বলেন, ‘সরকারি দল কিংস পার্টি করতে যাবে কেন? নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলের এখানে অনেক ফুল ফোটে। কোনটা কিংস পার্টি, কোনটা প্রজা পার্টি; এ সম্পর্কে আমাদের কিছু জানা নেই। আমরা প্রত্যেককে রাজনৈতিক দল হিসেবে দেখি। নির্বাচন কমিশন তাদের নিবন্ধন দেয়।’ 



আরো পড়ুন