ন্যাশনাল ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হলেন মো. আব্দুল মতিন। ৫ মার্চ (মঙ্গলবার) তিনি এই পদে যোগদান করেন।
এর আগে তিনি সাউথ বাংলা অ্যাগ্রিকালচার এন্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে কর্মরত ছিলেন।
আব্দুল মতিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞান বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর শেষে ১৯৯৬ সালে সাউথইস্ট ব্যাংকে প্রবেশনারী কর্মকর্তা হিসেবে ব্যাংকিং পেশার সূচনা করেন। পরবর্তী সময়ে ২০০১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন। দীর্ঘ ২৭ বছর ব্যাংকিং পেশায় তিনি ইস্টার্ন ব্যাংক, ঢাকা ব্যাংক, ন্যাশনাল ব্যাংক এবং প্রাইম ব্যাংকে কর্মরত ছিলেন। ব্যাংকিং পেশায় উৎকর্ষ সাধনে তিনি ঋণ ব্যবস্থাপনা ঝুঁকি বিষয়কসহ দেশে ও বিদেশে স্বল্প ও দীর্ঘ মেয়াদি বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশলায় অংশ নিয়েছেন। এছাড়া, আব্দুল মতিন ব্যাংক খাতের ঋণঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে ‘ক্রেডিট অপারেশনস অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট ইন কমার্সিয়াল ব্যাংকস’ নামক একটি বই লিখেছেন।