২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



টাঙ্গাইলে আর্থিক স্বাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত

ঢাকা বিজনেস ডেস্ক || ০৫ মার্চ, ২০২৪, ০৬:৩৩ এএম
টাঙ্গাইলে আর্থিক স্বাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত


টাঙ্গাইল সংবাদদাতা : অগ্রণী ব্যাংকের টাঙ্গাইল শাখার উদ্যোগে আর্থিক ‘স্বাক্ষরতা কর্মসূচি’ অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ২০২৪ (বুধবার) বেলা ১১টায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন টাঙ্গাইলের প্রান্তিক ক্ষুদ্র ব্যবসায়, নারী,  ক্ষুদ্র উদ্যোক্তা, স্কুলশিক্ষার্থী,নিম্ন আয়ের পেশাজীবী, কৃষক, শারীরিক  প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের শতাধিক নারী-পুরুষ।

এতে অগ্রণী ব্যাংকের টাঙ্গাইল শাখার প্রিন্সিপাল অফিসার মো. মাসুমের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  অগ্রণী ব্যাংক টাঙ্গাইল  অঞ্চলের অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক  ইকবাল কবীর আকন্দ, বিশেষ অতিথি ছিলেন সহকারী মহাব্যবস্থাপক এসএম মোহসিন ইকবাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী মহাব্যবস্থাপক রাজীব চন্দ।



আরো পড়ুন