২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার



আসছে রোজা, বাড়ছে মসলা আমদানি

আনোয়ার হোসেন বুলু, দিনাজপুর || ২৫ ফেব্রুয়ারী, ২০২৪, ০৬:৩২ এএম
আসছে রোজা, বাড়ছে মসলা আমদানি


পবিত্র রমজান মাসকে সামনে রেখে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে বিভিন্ন মসলাজাত পণ্যসামগ্রী আমদানি। প্রতিদিন ভারত থেকে আসছে জিরা, আদা, বাদাম, শুকনো মরিচ, রসুনসহ  বিভিন্ন মসলাবোঝাই ট্রাক। আমদানিকারকেরা বলছেন, রমজান মাসের আর মাত্র কয়েকদিন বাকি আছে। রমজানের  আগে এসব পণ্যের আমদানি আরও বাড়তে পারে। যেন পবিত্র রমজান মাসে এসব পণ্যের দাম স্বাভাবিক থাকে। আর বন্দর কর্তৃপক্ষ বলছে, আগের চেয়ে বর্তমানে মসলাজাতীয় পণ্যসামগ্রী ভারত থেকে আমদানি  বেড়েছে। এতে সরকারের রাজস্ব বৃদ্ধির পাশাপাশি বন্দর কর্তৃপক্ষের আয়ও বেড়েছে।  

রোববার (২৫ ফেব্রুয়ারি) কথা হয় আমদানিকারক মো. নুর ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘ডলার সংকট ও এলসি জটিলতায় হিলি স্থলবন্দর দিয়ে কিছুদিন আগেও পণ্য আমদানির পরিমাণ ছিল অনেক কম। তবে  রমজান মাসকে সামনে রেখে এই বন্দর দিয়ে প্রতিদিনই বাড়েছে জিরা, আদা, বাদাম, শুকনো মরিচ, রসুন আমদানি। মসলা জাতীয় পণ্যের দাম ক্রেতাদের নাগালের মধ্যে রাখতে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন হিলি স্থলবন্দরের আমদানিকারকেরা।’ 

পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা মো. সোহরাব হোসেন মল্লিক বলেন, ‘রমজান মাসকে সামনে রেখে কিছুদিন ধরে আমদানিকারকেরা জিরা, আদা, বাদাম, শুকনো মরিচ, রসুন আমদানি বাড়িয়ে দিয়েছেন। আগে এসব পণ্য কম আমদানি হতো। এখন প্রতিদিন গড়ে ১০ থেকে ১৫ ট্রাক মসলাজাতীয় পণ্যসামগ্রী ভারত থেকে আমদানি হচ্ছে। এতে সরকারের রাজস্ব বাড়ার সঙ্গে-সঙ্গে বন্দর কর্তৃপক্ষের আয়ও বেড়েছে।’ 

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি মো. হারুন উর রশিদ ঢাকা বিজনেসকে বলেন, ‘ব্যাংকগুলোতে পর্যাপ্ত পরিমাণ এলসি খুলেছেন আমদানিকারকেরা। ফলে এই বন্দর দিয়ে ভারত থেকে আমদানি বেড়েছে এসব মসলাজাত পণ্যের। এভাবেই আমদানি চলতে থাকলে ঈদে ভালো ব্যবসা-বাণিজ্যর পাশাপাশি সরকারের রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে।’ 

এদিকে হিলি কাস্টমস সুত্রে জানা গেছে, ‘গেলো বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) হিলি দিয়ে ৭ ট্রাকে ১১৬ মেট্রিক টন আদা, ৩ ট্রাকে ৫২ মেট্রিক টন জিরা ও ৫ ট্রাকে ৯৭ মেট্রিক টন বাদাম আমদানি হয়েছে।  

ঢাকা বিজনেস/এনই/



আরো পড়ুন