২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



শিল্প-সাহিত্য
প্রিন্ট

মঙ্গলবার শুরু হচ্ছে ‘অদ্বৈত গ্রন্থমেলা’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || ১৯ ফেব্রুয়ারী, ২০২৪, ১০:৩২ এএম
মঙ্গলবার শুরু হচ্ছে ‘অদ্বৈত গ্রন্থমেলা’


ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী অদ্বৈত গ্রন্থমেলা ২০২৪। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) শুরু হয়ে মেলা শেষ হবে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি)। ব্রাহ্মণবাড়িয়ার গোকর্ণঘাটে অমর কথাশিল্পী অদ্বৈত মল্লবর্মণের জন্মভিটায় এই মেলার উদ্বোধন করবেন বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন।  সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে অদ্বৈত গ্রন্থমেলার আহ্বায়ক কবি মো. আ. কুদদূস এই তথ্য জানান।

এই সময় আরও উপস্থিত ছিলেন পুরস্কার কমিটির আহবায়ক কবি জয়দুল হোসেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা ও প্রচার কমিটির আহবায়ক মো. মনির হোসেন।

মেলায় ২০টি বইয়ের স্টল থাকবে। অনুষ্ঠানমালায় প্রতিদিন থাকবে আলোচনা, কবিকণ্ঠে কবিতাপাঠ, একক ও দলীয় আবৃত্তি, সংগীতানুষ্ঠান, বাউল আসর ও নাটক। সমাপনী দিনে ‘অদ্বৈত সাহিত্য পুরস্কার’ দেওয়া হবে। এই বছর এই পুরস্কার পাচ্ছেন অদ্বৈত গবেষক অধ্যাপক শান্তনু কায়সার (মরণোত্তর)।  



আরো পড়ুন