মোংলায় যুক্ত হলো দুই শক্তিশালী টাগবোট


বাগেরহাট প্রতিনিধি , : 15-02-2024

মোংলায় যুক্ত হলো দুই শক্তিশালী টাগবোট

মোংলাবন্দরের জলযানের বহরে যুক্ত হলো দুটি শক্তিশালী টাগবোট। শনিবার (১৫ ফেব্রয়ারি ) হংকংয়ের চিওলি শিপ ইর্য়াডে তৈরি করা টাগবোট দুটি বন্দরের বহরে যুক্ত হয়। বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহিন রহমান এই তথ্য জানান।

এরপর আজ দুপুরে বন্দরের ৫ নম্বর জেটিতে রেখে উদ্ধোধন করেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহিন রহমান। এ সময় তিনি জানান, ইতোপূর্বে মোংলাবন্দরের যে সব টাগবোট রয়েছে এগুলো  ৪০ বোলার্ড ক্ষমতার। আর নতুন যুক্ত হওয়া এমটি নীল কমল ও এমটি জয়মনি নামক টাগবোট দুটি ৭০ বোলার্ড ক্ষমতার। এর ফলে এই টাগগুলো বোট বন্দরের বহরে যুক্ত হওয়ায় মোংলাবন্দরের নব দিগন্তের সূচনা হলো। 

ঢাকা বিজনেস/বাপ্পা/



উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com