২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



ডুবে যাওয়া ফেরি উদ্ধারে যাচ্ছে হামজা-রুস্তম

স্টাফ রিপোর্টার || ১৭ জানুয়ারী, ২০২৪, ০৫:৩১ এএম
ডুবে যাওয়া ফেরি উদ্ধারে যাচ্ছে হামজা-রুস্তম


মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে বাল্কহেডের ধাক্কায় ডুবে যাওয়া ফেরি ‘রজনীগন্ধা’উদ্ধারে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তম।  বুধবার (১৭ জানুয়ারি) সকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএ’র ট্রাফিক বিভাগের পরিচালক জয়নাল আবেদিন এই তথ্য জানান।

জয়নাল আবেদিন বলেন, ‘প্রাথমিক তথ্য মতে, বাল্কহেডের ধাক্কায় ফেরিটি ডুবে যায়। এতে কোনো যাত্রীবাহী পরিবহন ছিল না। তবে ৯টি পণ্যবাহী পরিবহন ফেরির সঙ্গে পানিতে ডুবে যাওয়ার তথ্য পাওয়া গেছে। ফেরিটি উদ্ধারে দুইটি উদ্ধারকারী জাহাজকে এক সঙ্গে ডাকা হয়েছে।’ 

হামজা দৌলতদিয়া হতে ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। একই সঙ্গে মাওয়া ঘাট থেকে রুস্তমও যাত্রা শুরু করেছে।

এর  আগে, বুধবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটের ৫ নম্বর ঘাটের কাছে বাল্কহেডের ধাক্কায় ফেরি ‘রজনীগন্ধা’ ডুবে  যায়। এ সময় ডুবে যাওয়া ফেরি থেকে ট্রাক ভেসে যাচ্ছে বলে জানিয়েছেন দুর্ঘটনার পর উদ্ধারকাজে যাওয়া ফায়ার সার্ভিসের এক কর্মী।

এই কর্মী বলেন, ‘দুর্ঘটনার সংবাদ পেয়ে নবগ্রাম ইউনিট থেকে আমরা কাজ শুরু করেছি। কয়েকজনকে উদ্ধারও করা হয়েছে। কিন্তু উদ্ধার কাজের সময় দেখেছি ডুবে যাওয়া ফেরিতে থাকা কয়েকটি ট্রাক ভেসে যাচ্ছে।’ 

শিবালয় থানার ফায়ার সার্ভিসের প্রধান মজিবুর রহমান বলেন, ‘দুর্ঘটনা সংবাদ পেয়ে শিবালয় থানা থেকে ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ উদ্ধার কাজে যোগ দিয়েছেন।’



আরো পড়ুন