২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



একমাছেই লাখপতি

কক্সবাজার প্রতিনিধি || ১০ জানুয়ারী, ২০২৪, ০৮:৩১ এএম
একমাছেই লাখপতি


কক্সবাজারের টেকনাফের সাগর উপকূলে এক জেলের জালে ২০৫ কেজি ওজনের একটি ভোলমাছ ধরা পড়েছে। মাছটি স্থানীয় বাজারে বিক্রি হয়েছে ২ লাখ ৬৫ হাজার টাকায়। মঙ্গলবার (৯ জানুয়ারি) ভোরে সাগর উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের শীলখালীর জেলে নুর মোহাম্মদের জালে ভোল মাছটি ধরা পড়ে। এরপর ওইদিন রাতে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন।

স্থানীয়রা বলছেন, এই মাছ খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে। ভোলমাছ যত বেশি ওজন হয়, তত বেশি সুস্বাদু হয়। 

জানা গেছে, ২০৫ কেজি ওজনের এই বিশাল ভোল মাছটি টেকনাফ পৌরসভার মাছ ব্যবসায়ী মো. ইউনুছ ২ লাখ ৬৫ হাজার টাকায় কিনে নিয়েছেন। পরে এলাকায় মাইকিং করে প্রতি কেজি দেড় হাজার টাকায় বিক্রি করা হয়েছে। 

মো. ইউনুছ বলেন, ‘বঙ্গোপসাগরের উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের শীলখালীর এক জেলের টানা জালে ভোলমাছটি ধরা পড়ে। মাছটির ওজন প্রায় ২০৫ কেজি।’ তিনি আরও বলেন, ‘‘এটি গভীর সাগরের মাছ। হয়তো উপকূলের কাছাকাছি আসায় জেলের জালে ধরা পড়েছে। অত্যন্ত সুস্বাদু এই মাছের বৈজ্ঞানিক নাম ‘অরেঞ্জ স্পট গ্রুপার’। এ মাছ আকার ও ওজনে আরও অনেক বড় হয়ে থাকে। তাছাড়া ভোল মাছ বিভিন্ন জাতের রয়েছে।’

ঢাকা বিজনেস/আনাম/এনই



আরো পড়ুন