ঢাকায় চলমান ভোটের পরিস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেছে একদল বিদেশি পর্যবেক্ষক। তারা বলছেন, স্বচ্ছ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। রোববার (৭ জানুয়ারি) রাজধানীর দারুস সালাম বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ভোট পরিদর্শন শেষে তিন বিদেশি পর্যবেক্ষক এই মন্তব্য করেন।
এর মধ্যে ডেপুটি হেড অব মিশন ইউএস এসটিও টেরি এল.ইসলে বলেন, ‘ভোটের পরিবেশ ভালো। মানুষ ভোট দিতে আসছে। সবকিছু ভালো মনে হয়েছে।’
এই পর্যবেক্ষক আরও বলেন, ‘এখানে ভোটারদের ভোটকেন্দ্রে আসা দেখেছি। ভোটারদের ভোট দিতে যাওয়া পর্যন্ত দেখছি। ভোটের পদ্ধতি দেখে ভালো মনে হয়েছে।’
এ সময় ক্রিস্টোফারের সঙ্গে ছিলেন যুক্তরাষ্ট্রের আলেক্সান্ডার বার্টন গ্রে, জাপানের ইওশিহিরো আইড প্রমুখ।