২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



এমপিদের পেনশন দেওয়ার পরিকল্পনা নেই: মুক্তিযুদ্ধমন্ত্রী

ঢাকা বিজনেস রিপোর্ট || ১৯ জানুয়ারী, ২০২৩, ০৯:০১ পিএম
এমপিদের পেনশন দেওয়ার পরিকল্পনা নেই: মুক্তিযুদ্ধমন্ত্রী


সাবেক সংসদ সদস্যদের (এমপি) জন্য পেনশন সুবিধা চালুর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। 

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবির প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন। 

মন্ত্রী বলেন, ‌‘বিশ্বের অন্যান্য দেশের ন্যায় সাবেক সংসদ সদস্যদের জন্য বিশেষ ভাতা ও পেনশন সুবিধা চালু করার কোনো পরিকল্পনা বর্তমানে সরকারের নেই। তবে, ভবিষ্যতে সাবেক সংসদ সদস্যদের জন্য বিশেষ ভাতা ও পেনশন সুবিধা চালু করা যায় কিনা পরীক্ষা-নিরীক্ষা করে সরকার সিদ্ধান্ত নেবে।’

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন