০৬ ফেব্রুয়ারী ২০২৫, বৃহস্পতিবার



অর্থনীতি
প্রিন্ট

পুঁজিবাজারে কমেছে লেনদেন, কমেছে সূচকও

মোহাম্মদ তারেকুজ্জামান || ২৯ ডিসেম্বর, ২০২৩, ০২:৪২ পিএম
পুঁজিবাজারে কমেছে লেনদেন, কমেছে সূচকও


দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সদ্য বিদায়ী সপ্তাহে (২৪ ডিসেম্বর-২৮ ডিসেম্বর) টাকার অঙ্কে মোট লেনদেন কমেছে। সেই সঙ্গে কমেছে সূচক। অন্যদিকে দেশের দ্বিতীয় শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) টাকার অঙ্কে মোট লেনদেন কমেছে। পাশাপাশি একটি বাদে সবগুলোর সূচক কমেছে। এছাড়াও ফ্লোর প্রাইজ থাকায় স্টক এক্সচেঞ্জগুলোতে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন অপরিবর্তিত ছিলো। ডিএসই-সিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, দেশের প্রধান এই শেয়ারবাজারে গত সপ্তাহে (১৭ ডিসেম্বর-২১ ডিসেম্বর) মোট লেনদেন হয়েছে ২ হাজার ৯২৭ কোটি টাকা। আর বিদায়ী সপ্তাহে বা আলোচিত সপ্তাহে মোট লেনদেন হয়েছে ২ হাজার ১৬ কোটি টাকা। সপ্তাহের ব্যবধানে মোট লেনদেন কমেছে ৩১ দশমিক ১৩ শতাংশ। আলোচিত সপ্তাহে প্রত্যেকদিন গড়ে লেনদেন হয়েছে ৫০৪ কোটি টাকা। এর আগের সপ্তাহে যা ছিল ৫৮৫ কোটি টাকা। এক্ষেত্রেও গড়ে লেনদেন কমেছে ১৩ দশমিক ৯১ শতাংশ। 

গত সপ্তাহের তুলনায় আলোচিত সপ্তাহে পিই রেশিও কিছুটা কমেছে। গত সপ্তাহে পিই রেশিও ছিল ১৩ দশমিক ১৬ পয়েন্ট। আর আলোচিত সপ্তাহে তা এসে দাঁড়িয়েছে ১৩ দশমিক ১২ পয়েন্ট। এক্ষেত্রে পিই রেশিও কমেছে ০ দশমিক ০৪ পয়েন্ট।

ডিএসই সূত্রে আরও জানা গেছে, আলোচিত সপ্তাহে মোট ৪০৫টি কোম্পানির শেয়ার ও ইইউনিট লেনদেনে অংশগ্রহণ করেছিল; যার মধ্যে দর বেড়েছে ৮৬টির, কমেছে ৮৪টির ও অপরিবর্তিত ছিল ২১১টি কোম্পানির শেয়ার ও ইউনিটের। আর ২৫টি কোম্পানির কোনো লেনদেন হয়নি।

এদিকে ডিএসই-এর সূচকগুলোর দিকে তাকালে দেখা যায়, ডিএসই প্রধান সূচক (ডিএসইএক্স) গত সপ্তাহে ছিল ৬ হাজার ২৪৯ পয়েন্ট। আর বিদায়ী সপ্তাহে তা এসে দাঁড়িয়েছে ৬ হাজার ২৪৬ পয়েন্ট। এক্ষেত্রে সূচক কমেছে ৩ পয়েন্ট। শতাংশের হিসেবে কমেছে ০ দশমিক ০৪ শতাংশ। গত সপ্তাহে ডিএসই ৩০ সূচক ছিল ২ হাজার ৯৪ পয়েন্ট। আর বিদায়ী সপ্তাহে তা হয়েছে ২ হাজার ৯৩ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে এক্ষেত্রে সূচক কমেছে এক পয়েন্ট। আর শতাংশের হিসেবে কমেছে ০ দশমিক ০৪ শতাংশ। আর ডিএসই শরিয়াহ্ সূচক গত সপ্তাহে ছিল ১ হাজার ৩৬৫ পয়েন্ট। আর বিদায়ী সপ্তাহে তা এসে দাঁড়িয়েছে ১ হাজার ৩৬৪ পয়েন্ট। এক্ষেত্রেও সূচক কমেছে এক পয়েন্ট। আর শতাংশের হিসেবে কমেছে ০ দশমিক ১০ শতাংশ।

ডিএসই সূত্র বলছে, আলোচিত সপ্তাহে বাজার মূলধন ছিল ৭ লাখ ৮০ হাজার ৪৯ কোটি ৬৩ লাখ ১০ হাজার ৬৭৩ টাকা। এর আগের সপ্তাহে যা ছিল ৭ লাখ ৭৩ হাজার ৭০৬ কোটি ৫ লাখ ৬৬ হাজার ৫৮৬ টাকা। সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ৭ হাজার ১৪৩ কোটি ৫৭ লাখ ৪৪ হাজার ৮৭ টাকা। শতাংশের হিসেবে বেড়েছে ০ দশমিক ৯২ শতাংশ।

ডিএসই সূত্রে আরও জানা গেছে, আলোচিত সপ্তাহে ক্লোজিং প্রাইজ অনুযায়ী টপটেন গেইনারের তালিকায় থাকা কোম্পানিগুলো হচ্ছে বিডি. থাই অ্যালুমিনিয়াম লিমিটেড, আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড, প্রাইম ব্যাংক ফাস্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল সোনালি ব্যাংক লিমিটেড ফাস্ট মিউচুয়াল ফান্ড, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, রুপালি ব্যাংক পিএলসি, রুপালি লাইফ ইনস্যুরেন্স কো. লিমিটেড, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড, আইসিবি ইমপ্লয়িস প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড ও আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড-১। আর ক্লোজিং প্রাইজ অনুযায়ী টপটেন লুজারের তালিকায় থাকা কোম্পানিগুলো হলও লিব্রা ইনফিউশনস লিমিটেড, জেমিনি সি ফুড পিএলসি, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড, স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ওরিয়ন ইনফিউশন লিমিটেড, আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড, অ্যাশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড, বিচ হ্যাচারি লিমিটেড ও ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড।

এদিকে সিএসই সূত্রে জানা গেছে, দেশের দ্বিতীয় এই শেয়ারবাজারে আলোচিত সপ্তাহে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৪৬ কোটি ৭০ লাখ ১৮ হাজার ৪৫৬ টাকা। আর গত সপ্তাহে যা ছিল ৭৪ কোটি ৪৬ লাখ ৯ হাজার ১৩ টাকা। সপ্তাহের ব্যবধানে মোট লেনদেন কমেছে ২৭ কোটি ৭৫ লাখ ৯১ হাজার ৩৫৭ টাকা। সিএসই প্রধান মূল্য সূচক গত সপ্তাহের তুলনায় বিদায়ী সপ্তাহে কমেছে ০ দশমিক ১১ শতাংশ, সিএসই৩০ সূচক কমেছে ০ দশমিক ০৮ শতাংশ, সিএসসিএক্স কমেছে ০ দশমিক ১০ শতাংশ, সিএসই৫০ সূচক কমেছে ০ দশমিক ০৯ শতাংশ, সিএসআই কমেছে ০ দশমিক ০৫ শতাংশ এবং গত সপ্তাহের তুলনায় বিদায়ী সপ্তাহে সিএসইএসএমইএক্স বেড়েছে ০ দশমিক ৩৬ শতাংশ।

সিএসইতে মোট ২৮৯টি কোম্পানি লেনদেনে অংশগ্রহণ করেছিল; যার মধ্যে দর বেড়েছে ৬৮টির, কমেছে ৭১টির এবং অপরিবর্তিত ছিল ১৫০টি কোম্পানির শেয়ার ও ইউনিটের। সিএসইতে ক্লোজিং প্রাইজ অনুযায়ী টপটেন গেইনারের তালিকায় থাকা কোম্পানিগুলো হলও অ্যাগ্রো অর্গানিকা পিএলসি, আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড, বিডি. থাই অ্যালুমিনিয়াম লিমিটেড, আইসিবি এএমসিএল সোনালি ব্যাংক লিমিটেড ফাস্ট মিউচুয়াল ফান্ড, প্রাইম ব্যাংক ফাস্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড, রুপালি ব্যাংক লিমিটেড, প্রাইম ফাইন্যান্স ফাস্ট মিউচুয়াল ফান্ড, রুপালি লাইফ ইনস্যুরেন্স কো. লিমিটেড, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড ও আইসিবি ইএমপিএল প্রোভ মিউচুয়াল ফান্ড ওয়ান এসসিএইচএমওয়ান। আর ক্লোজিং প্রাইজ অনুযায়ী টপটেন লুজারের তালিকায় থাকা কোম্পানিগুলো হলও লিব্রা ইনফিউশনস লিমিটেড, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড, ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ওরিয়ন ইনফিউশন লিমিটেড, আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড, স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান, রিলায়েন্স ইনস্যুরেন্স লিমিটেড ও এশিয়ান টাইগার সন্ধানি লাইফ গ্রোথ ফান্ড।    

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন