২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



নির্বাচনি আচরণবিধি ভাঙলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে: ইসি রাশেদা

ঢাকা বিজনেস ডেস্ক || ২৯ ডিসেম্বর, ২০২৩, ১২:৪২ পিএম
নির্বাচনি আচরণবিধি ভাঙলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে: ইসি রাশেদা


অভিযোগ ছোট হোক বা বড় হোক, সব অভিযোগই গুরুত্ব দিয়ে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন  নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা। তিনি বলেন, ‘আচরণবিধি ভাঙলেই সংশ্লিষ্ট প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইসির কাছে সব প্রার্থীই সমান।’ শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে লালমনিরহাটের নির্বাচন কর্মকর্তা ও প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন

রাশেদা সুলতানা বলেন, ‘যে প্রার্থীই অপরাধ করুক না কেন, দলমত নির্বিশেষে সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রার্থী দেখে নয়, বরং অপরাধ দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ তিনি বলেন, ‘ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। 

এই ইসি বলেন, ‘সুশৃঙ্খল পরিবেশ তৈরিতে নির্বাচন কমিশন সচেষ্ট আছে। প্রতিটি স্তরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত আছে। কোনো রকমের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হওয়া কিংবা সুষ্ঠু ভোটের পরিবেশ বিঘ্নিত হওয়ার সুযোগ নেই।’

এই সময় রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহসহ পুলিশ, বিজিবি, র‍্যাব, আনসার ও অন্যান্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন