২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



শিল্প-সাহিত্য
প্রিন্ট

জেরুজালেমের গোধূলি

ম্রিতোষ তত্রাচ || ২৮ ডিসেম্বর, ২০২৩, ০২:৪২ পিএম
জেরুজালেমের গোধূলি


০১

নষ্ট আত্মা আমার! মরা চিলের হৃৎপিণ্ডে অচেতন হয়ে আছি আর কাকের ঝরে যাওয়া পালকে উড়ছি। বাতাসের বৈরিতা কোথায় নিয়ে যাচ্ছে জানি না। চোখ নেই, নাক নেই। অনুভূতির কাটাতারে ঝুলে আছি। বাদুড়ের পাকস্থলীতে দীর্ঘ হচ্ছে রাত। এই রাত চাঁদ ও তারাহীন। নির্জনতা বিবর্জিত মস্তিষ্কে শূন্যতার প্রবল ক্ষরণ। আমি কোথাও নাই হয়ে আছি, না থাকার সম্ভাবনা নিয়ে

২.

শব্দহীন শব!
তাঁর পাশে দাঁড়িয়ে আছি সবাই
মেঘ নয়, বোমার বিস্ফোরণে 
গাজার মাটি দখল নিয়েছে বেথেলহামের আকাশ
যিশু ও শিশুদের রক্তে লাল হয়ে আছে জেরুজালেমের গোধূলি

আল আকসা থেকে মক্কা-মদিনা 
রাশিয়া থেকে চীন ও আফ্রিকা
তার মাঝখানে শুয়ে আছে আম্রিকা

আম্রিকা আমাদের উড়িয়ে নিয়ে যায়
বিবিধ বিবাদ আর বিধানের পৃষ্ঠায়



আরো পড়ুন