২৬ জুন ২০২৪, বুধবার



ভোট বানচালে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে বিএনপি: প্রধানমন্ত্রী

ঢাকা বিজনেস ডেস্ক || ২৮ ডিসেম্বর, ২০২৩, ০২:১২ পিএম
ভোট বানচালে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে বিএনপি: প্রধানমন্ত্রী


নির্বাচনকালীন বিএনপির রাজনৈতিক কর্মসূচির কঠোর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বলেন, ‘বিএনপি জানে নির্বাচনে অংশ নিলে পরাজিত হবে। তাই ভোট বানচালে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে দেশটি।’বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে গণভবনে ২৮ অক্টোবর বিএনপির চলমান কর্মসূচিতে  আহত সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। 

বিএনপিকে সন্ত্রাসী দল আখ্যায়িত করে  প্রধানমন্ত্রী  বলেন, ‘বিএনপি কোনো রাজনৈতিক দল নয়, তারা একটি সন্ত্রাসী দল।’

শেখ হাসিনা বলেন, ‘গত ২৮ অক্টোবর সাংবাদিকদের ওপর হামলাকারীরা পার পাবে না। তাদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করা হবে।’

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন