২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার



নাইজেরিয়ায় সংঘর্ষে নিহত বেড়ে ১১৩

ঢাকা বিজনেস ডেস্ক || ২৬ ডিসেম্বর, ২০২৩, ০৫:৪২ এএম
নাইজেরিয়ায় সংঘর্ষে নিহত বেড়ে ১১৩


নাইজেরিয়ায় এক সপ্তাহ ধরে চলা সংঘর্ষে নিহতের সংখ্যা ১১৩ জনে দাঁড়িয়েছে। দেশটির মালভূমি রাজ্যে স্থানীয় পশুপালক এবং কৃষকদের মধ্যে সংঘর্ষে এ ঘটনা ঘটে। সোমবার (২৫ ডিসেম্বর) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রিতেবদেন এই তথ্য জানানো হয়েছে।

গত মে মাস থেকে মালভূমি রাজ্যে সংঘর্ষের ঘটনা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ওই সময়ে পশুপালক ও কৃষকদের মধ্যে সংঘর্ষের কারণে নিহতের সংখ্যা শতাধিক অতিক্রম করে। 

নাইজেরিয়ার সেনাবাহিনীর বরাত দিয়ে এএফপি নিউজ এজেন্সি জানিয়েছে, সর্বশেষ সংঘর্ষে ১৬ জন নিহত হয়েছে। 

তবে মালভূমি রাজ্যের স্থানীয় সরকারের চেয়ারম্যান সোমবার জানান, শনিবার ও রোববারের হামলায় ১১৩ জন নিহত হয়েছে। 

তিনি আরও বলেন, ২০ এর অধিক গোষ্ঠীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ১১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ হামলায় আহত হয়েছে ৩০০ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। 

হামলার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি মালভূমি রাজ্যের পুলিশ। 

মালভূমি হল নাইজেরিয়ার মধ্য বলয় নামে পরিচিত বেশ কয়েকটি জাতিগত এবং ধর্মীয়ভাবে বৈচিত্র্যময় অন্তর্দেশীয় রাজ্যগুলোর মধ্যে একটি, যেখানে সাম্প্রতিক বছরগুলোতে এসব গোষ্ঠীর মধ্যে সংঘাতের কারণে শত শত মানুষ প্রাণ হারিয়েছে। 

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন