২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



নরসিংদী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রাজু ও সাধারণ সম্পাদক তুহিন

নরসিংদী সংবাদদাতা || ২৪ ডিসেম্বর, ২০২৩, ০৯:৪২ এএম
নরসিংদী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রাজু ও  সাধারণ সম্পাদক তুহিন


নরসিংদী সাংবাদিক ইউনিয়নের সভাপতি দৈনিক রুপালী বার্তার যুগ্ম সম্পাদক মো. শাহাদাৎ হোসেন রাজু ও  সাধারণ সম্পাদক হয়েছেন এমপি নিউজের স্টাফ রিপোর্টার তুহিন ভূঁইয়া। শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে শহরের অরবিট রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে আনুষ্ঠানিক ভাবে  কমিটি ঘোষণা করা হয়। পরে কমিটির সকলের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।

সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি দৈনিক বাংলার নব কণ্ঠের জেলা প্রতিনিধি খন্দকার আমির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলা নিউজ২৪ এর জেলা প্রতিনিধি সুজন বর্মন দীপ, কোষাধ্যক্ষ ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি তন্ময় সাহা,  দপ্তর সম্পাদক সকালের সময়ের স্টাফ রিপোর্টার ঈদুল ফিতর, কার্যনিবার্হী সদস্য, দৈনিক গ্রামীণ দর্পণের সহকারী সম্পাদক কাজী ফয়জুল জালাল লিমন, হলিপেন নিউজের সম্পাদক সারোয়ার হোসেন খান ও দৈনিক কালবেলা’র বেলাব প্রতিনিধি আলমগীর পাঠান।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম, নরসিংদী জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট. কাজী নাজমুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মোবারক হোসেন, সাবেক সভাপতি মো. হাবিবুর রহমান, অরবিট ইন্সটিটিউটের পরিচালক প্রকৌশলী মো. সুজন খন্দকার, প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ মোহাম্মদ জয়নুল আবেদীন, মাধবদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মকবুল হোসেন, নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান ও নরসিংদী প্রেসক্লাবের সদস্য লক্ষণ বর্মণসহ প্রমুখ।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন