২৬ জুন ২০২৪, বুধবার



সিরিজ হেরে হতাশ শান্ত

ক্রীড়া ডেস্ক || ২৬ মে, ২০২৪, ০৩:০৫ পিএম
সিরিজ হেরে হতাশ শান্ত


যে কোনো বিচারে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের চেয়ে ভালো দল। এই কথার বিপরীতে হয়তো খুব কম সংখ্যক মানুষই পাওয়া যাবে। অপেক্ষাকৃত বেশি শক্তিশালী’র তকমা পাওয়া বাংলাদেশ অবশ্য বাস্তবে সেটার প্রয়োগ ঘটাতে পারেনি। প্রথম বারের মতো ‍যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয়ে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে তারা।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের সিরিজ হারটা অপ্রত্যাশিতই। প্রথম ম্যাচে ৫ উইকেটে হারের পর দ্বিতীয় ম্যাচে জয়ের খুব কাছে গিয়েও হেরে যায় টাইগাররা। তবে শেষ ম্যাচে স্বস্তির জয় দিয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে লাল সবুজের প্রতিনিধি দল। তবুও হতাশা আড়াল করতে পারলেন না অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

শেষ ম্যাচ জিতলেও সিরিজ হারের কারণে হতাশা ঝরেছে শান্তর কণ্ঠে। নিজেরা ভালো খেলেননি দাবি করে ম্যাচশেষে প্রেজেন্টেশনে তিনি বলেন, ‘ছেলেরা নিজেদের ভূমিকা ভালোভাবে পালন করেছে। সিরিজ হারটা খুবই হতাশাজনক। সত্যি বলতে আমরা ভালো খেলিনি।’

সিরিজ হেরে গেলেও এখান থেকে প্রেরণা নিতে চাইছে বাংলাদেশ। শেষ ম্যাচে জয়ের আত্মবিশ্বাসটা বিশ্বকাপে কাজে লাগতে পারে বলে মনে করেন শান্ত। তিনি বলেন, ‘বিশ্বকাপকে সামনে রেখে জয় দিয়ে শেষ (সিরিজ) করাটা আমাদের সাহায্য করতে পারে। আমরা কন্ডিশন সম্পর্কে জানি। লক্ষ্য হলো সামনের দিকে।’



আরো পড়ুন