হোটেল ও রেস্টুরেন্ট ক্যাটাগরিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার সেরা করদাতা নির্বাচিত হয়েছে ভোজনবিলাস প্রতিষ্ঠান রাঁধুনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে জেলা শহরের কাউতলিস্থ একটি রেস্তোরাঁয় আনুষ্ঠানিক ভাবে হাজী ফকরুল হাসানের হাতে এই সম্মাননা তুলে দেয়া হয়।
কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের উদ্যোগে অতিথি ছিলেন কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কুমিল্লা বিভাগের অতিরিক্ত কমিশনার নাহিদ নওশাদ মুকুল।ব্রাহ্মণবাড়িয়া কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের উপ-কমিশনার মো. কেফায়েত উল্যাহ মজুমদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি মো. বাবুল মিয়া।
সভায় বক্তারা বলেন, গত অর্থবছরে কুমিল্লা কমিশনারেটের মধ্যে ভ্যাট প্রদানে দ্বিতীয় স্থান অর্জন করেছে ব্রাহ্মণবাড়িয়ায়। দেশের উন্নয়ন কর্মকাণ্ডে ভ্যাট ও করের অর্থ ব্যবহৃত হয়। যার মাধ্যমে দেশ এবং জনগণ উপকৃত হয়। তাই দেশের উন্নয়ন ও অর্থনীতির সুরক্ষার স্বার্থে ভ্যাট ও করদাতার সংখ্যা আরও বাড়ানোর আহ্বান জানান বক্তারা।
ঢাকা বিজনেস/এমএ/