২৬ জুন ২০২৪, বুধবার



শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ডিএসই’র পুষ্পার্ঘ অর্পণ

স্টাফ রিপোর্টার || ১৪ ডিসেম্বর, ২০২৩, ০৩:১২ পিএম
শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ডিএসই’র পুষ্পার্ঘ অর্পণ


শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে শহীদের স্মরণে পুষ্পার্ঘ অর্পণ করেছে দেশের বৃহত্তম পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ডিএসই এর চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু-এর নেতৃত্বে পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পুষ্পার্ঘ অর্পণ করেন।

এ সময়  ডিএসই পরিচালক অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাহমুদ, মো. আফজাল হোসেন, মো. শহীদুল ইসলাম, প্রধান আর্থিক কর্মকর্তা সাত্বিক আহমেদ শাহ, প্রধান রেগুলেটরী কর্মকর্তা খাইরুল বাসার আবু তাহের মোহাম্মদ ও জেনারেল ম্যানেজার ও কোম্পানি সচিব মোহাম্মদ আসাদুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৭১ সালে এই দিনে মুক্তিযুদ্ধ বিজয়ের ঊষালগ্নে পাকিস্তানি হানাদার ও তাদের এ দেশীয় দোসর রাজাকার, আলবদর বাহিনী নৃশংসভাবে হত্যা করে বাঙালি জাতির বিবেক, চেতনা, মননশীলতা, ঐতিহ্য ও সংস্কৃতির ধারক ও বাহক-এ মাটির শ্রেষ্ঠ সন্তান-বুদ্ধিজীবীদের।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন