অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের সেমিফাইনালে আগামীকাল শুক্রবার মাঠে নামছে বাংলাদেশ। সেমিতে তাদের প্রতিপক্ষ ভারত। বুধবার শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপের ৩ টি ম্যাচের সবগুলো জিতে সেমিতে যায় জুনিয়ার টাইগাররা। দুবাইতে অনুষ্ঠিত আগামীকালের সেমিফাইনাল ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১ টায়।
অন্যদিকে বি গ্রুপে তিন ম্যাচের দুটিতে হেরে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে শ্রীলঙ্কা। তাদের টপকে সেমিতে জায়গা করে নেয় সংযুক্ত আরব আমিরাত। গ্রুপ এ’র শীর্ষে থেকে পাকিস্তান পেয়েছে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ আরব আমিরাতকে। অন্যদিকে এ গ্রুপের রানার আপ ভারতকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বাংলাদেশ।
১৩ ডিসেম্বরের ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়েছে ৬ উইকেটে। সেঞ্চুরি পেয়েছেন টাইগার ওপেনার আশিকুর রহমান শিবলী। ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত খেলে ১১৬ রানে অপরাজিত ছিলেন তিনি।
৮ টি দল নিয়ে দুবাইতে শুরু হয়েছে দশম অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ। দলগুলো ছিল বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও বাছাই খেলে আসা জাপান, ভারত, পাকিস্তান এবং বাছাই পর্ব পেরিয়ে আসা সংযুক্ত আরব আমিরাত এবং নেপাল।
লাইভ খেলা দেখা যাবে টি স্পোর্টস এবং ইউটিউবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসি চ্যানেলে।
ঢাকা বিজনেস/এমএ/