২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



৫ নারী পাচ্ছেন বেগম রোকেয়া পদক

ঢাকা বিজনেস ডেস্ক || ০৭ ডিসেম্বর, ২০২৩, ০১:৪২ পিএম
৫ নারী পাচ্ছেন বেগম রোকেয়া পদক


বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রাখাসহ ও গৌরবোজ্জ্বল ভূমিকা পালনের স্বীকৃতি হিসেবে পাঁচজন বিশিষ্ট নারী পাচ্ছেন ‘বেগম রোকেয়া পদক-২০২৩’।  বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সচিবালয়ে  এক সংবাদ সম্মেলনে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এই তথ্য জানান।

পদকজয়ীরা হলেন, নারী শিক্ষায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রথম নারী উপাচার্য খালেদা একরাম, (মরণোত্তর), নারী অধিকার প্রতিষ্ঠায় চিকিৎসক হালিদা হানুম আখতার, নারীর আর্থসামাজিক উন্নয়নে নেত্রকোনার কামরুন্নেছা আশরাফ দিনা (মরণোত্তর), পল্লি উন্নয়নে ঠাকুরগাঁওয়ের রনিতা বালা এবং নারী জাগরণে উদ্বুদ্ধকরণে নিশাত মজুমদার।

সংবাদ সম্মেলনে ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, আগামী ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস উদ্‌যাপন ও বেগম রোকেয়া পদক প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ওসমানী স্মৃতি মিলনায়তনে।

/ঢাকা বিজনেস/



আরো পড়ুন