ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে টাঙ্গাইলে বৈরী আবহাওয়া বিরাজ করছে। গত রাত থেকে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুর পর্যন্ত ৪.৫ মিলিলিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
স্থানীয়রা বলছেন, গুঁড়িগুঁড়ি বৃষ্টির কারণে স্বাভাবিক জীবন-যাত্রা কিছুটা ব্যাহত হচ্ছে। বিপাকে রয়েছে দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ। শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকায় বৃষ্টি মাথায় নিয়েই শিক্ষার্থীদের শিক্ষার্থীদের যেতে হচ্ছে।
টাঙ্গাইল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক জামাল উদ্দিন বলেন, ‘ঘূর্ণিঝড় মগজাউমের প্রভাবে টাঙ্গাইলে গত কাল রাত থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৪.৫ মিলিলিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।’
ঢাকা বিজনেস/নোমান/এনই