২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



হিলিতে বাড়লো ডিমের দাম

আনোয়ার হোসেন বুলু, হিলি (দিনাজপুর) || ০৭ ডিসেম্বর, ২০২৩, ০৬:৪২ এএম
হিলিতে বাড়লো ডিমের দাম


দিনাজপুরের হিলিতে এক সপ্তাহের ব্যবধানে ফের ডিমের দাম বেড়েছে। খুচরা বাজারে প্রতি হালিতে দাম বেড়েছে ৪ টাকা করে। এক সপ্তাহ আগে প্রতি হালি ডিম ৪০ টাকা করে বিক্রি হলেও বৃহস্পতিবার (৭ ডিসেম্বর)  বিক্রি হচ্ছে ৪৪ টাকায়। বিক্রেতরা বলছেন, মোকামে ডিমের দাম বেড়ে যাওয়ায় তাদেরও বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। 

হিলি বাজারে ডিমে কিনতে আসা মো. আজিবর রহমান বলেন, ‘প্রতি সপ্তাহে আমাকে পরিবারের জন্য ৩০টি করে ডিম কিনতে হয়। গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ৩০টি ডিম কিনি ২৯০ টাকায়। আর আজ ৩১০ টাকায়। ৩০টি ডিমে গুনতে হলো ২০ টাকা বেশি।’

খুচরা ডিম কিনতে আসা মো. মোকলেছার রহমান বলেন, ‘আমি মাঝে-মধ্যে দুই-এক হালি করে ডিম কিনি। এক সপ্তাহ আগে প্রতিহালি ডিম কিনেছি ৪০ টাকা করে। এক সপ্তাহ পর আজ কিনতে হলো ৪৪ টাকা করে।’

ডিম বিক্রেতরা মো. সিদ্দিক হোসেন ঢাকা বিজনেসকে বলেন, ‘আমরা যারা হিলিতে ডিম বিক্রি করি, তারা সবাই রংপুর থেকে কিনে আনি। মোকামেই ডিমের দাম বেড়েছে। গেলো সপ্তাহে মোকামে প্রতিহালি ডিম কিনতে হয়েছিল ৩৪ থেকে ৩৫ টাকা হালি দরে। আর এই সপ্তাহে কিনতে হয়েছে ৩৮ থেকে ৩৯ টাকা দরে।’

সিদ্দিক হোসেন আরও বলেন, ‘ডিমের দামের সঙ্গে পরিবহন খরচ, লেবার খরচ, নিজের খরচ দিয়ে প্রায় ৪০ থেকে ৪১ টাকা হালি পড়ে যায়। তাই আমরা ৪৪ টাকা হালি দরে বিক্রি করছি। ফের মোকামে দাম কমলে আমরাও কম দামে বিক্রি করবো।’

/ঢাকা বিজনেস/



আরো পড়ুন