২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



মেট্রোরেলের যন্ত্রাপাতি নিয়ে মোংলায় বিদেশী জাহাজ

বাগেরহাট করেসপন্ডেন্ট || ০৬ ডিসেম্বর, ২০২৩, ১২:৪২ পিএম
মেট্রোরেলের যন্ত্রাপাতি নিয়ে মোংলায় বিদেশী জাহাজ


মেট্রোরেলের যন্ত্রাংশ নিয়ে মোংলাবন্দরে ভিড়েছে বিদেশী জাহাজ এমভি ফিনিক্স কোরাল। বুধবার (৬ ডিসেম্বার) দুপুরে জাহাজটি মোংলাবন্দরের আউটারবার এলাকায় নোঙ্গর করে। এর পর সন্ধ্যা ৭টার পর জাহাজটি বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়বে। এমভি ফিনিক্স কোরাল জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানির প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

মো. রফিকুল ইসলাম বলেন, ‘জাহাজটিতে মেট্রোরেলের ১৯৪ দশমিক ৫১০ মেট্রিক টন ওজনের যন্ত্রপাতি ও অন্যান্য সরঞ্জামাদী রয়েছে। রাতের পালা থেকে জাহাজ থেকে এসব পণ্য খালাসের কার্যক্রম শুরু করা হবে। এর পরপরই ঢাকায় পাঠানো হবে।’

উল্লেখ্য, মেট্রোরেলের প্রথম চালান আসে মোংলা বন্দরে আসে গত বছরের ২৮ মার্চ। প্রথম চালানে এসেছিল ছয়টি কোচ। সরকারের ওই মেঘা প্রকল্প মেট্রোরেলের সব মাল মোংলাবন্দর দিয়ে আমদানি, খালাস ও পরিবহন হয়ে করা হয়েছে। এবারে আমদানী করা এসব মালামাল ঠিকাদারী প্রতিষ্ঠান কতৃক আমদানী করা যন্ত্রাংশ মাত্র।

ঢাকা  বিজনেস/এমএ/



আরো পড়ুন