২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



ফিলিপাইনে বাস দুর্ঘটনায় নিহত ১৭

ঢাকা বিজনেস ডেস্ক || ০৬ ডিসেম্বর, ২০২৩, ০৬:৪২ এএম
ফিলিপাইনে বাস দুর্ঘটনায় নিহত ১৭


ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় যাত্রীবাহী একটি বাস দুর্ঘটনায় ১৭ জন নিহত হয়েছেন। বাসটি রাস্তা থেকে ছিটকে পাহাড়ি গিরিখাদে পড়ে গেলে  এই প্রাণহানি ঘটে। বুধবার (৬ ডিসেম্বর) সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি’র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রাদেশিক দুর্যোগ সংস্থার প্রধান রডারিক ট্রেনের বরাত দিয়ে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বাসটি মঙ্গলবার বিকেলে অ্যান্টিক প্রদেশের হ্যামটিক পৌরসভায় যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে।

গভর্নর রোডোরা কাদিয়াও স্থানীয় বেতার কেন্দ্র ডিজেডআরএইচ’কে বলেছেন, যাত্রীদের মধ্যে চার জন ছিলেন কেনিয়ার নাগরিক।  আর বেশির ভাগই অ্যান্টিক প্রদেশের বাসিন্দা। গিরিখাদটি প্রায় ৩০ মিটার গভীর ছিল।

এদিকে, রডারিক ট্রেন বলেন, ‘দুর্ঘটনায় সাত জন মারাত্মকভাবে আহত হয়েছেন। আহতদের মধ্যেও একজন কেনিয়ার নাগরিক রয়েছেন। রাস্তাটি দুর্ঘটনা প্রবণ। অবশিষ্ট দুই কেনিয়ার নাগরিকের অবস্থা জানা যায়নি।’ তিনি আরও বলেন, ‘এটি একটি পাহাড়ি রাস্তা হওয়ায় বাসটি অনেক উঁচু থেকে গিরিখাদে পড়ে। এ কারণে অনেকে হতাহত হয়।’

/ঢাকা বিজনেস/ 



আরো পড়ুন