নির্বাচনে ৪০ ভাগ ভোট পড়লেই যথেষ্ট বলে মনে করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী। তিনি বলেন, ‘বিএনপির ৩৩ ভাগ ভোট আছে। কিছু নির্বাচনমুখী বাদ দিলে তাদের ভোট ৩০ ভাগ। বাকি ৭০ ভাগের ৪০ ভাগ ভোটার এলেই যথেষ্ট। উন্নত দেশগুলোতেও এরচেয়ে বেশি ভোট পড়ে না।’
শুক্রবার (০১ ডিসেম্বর) সকাল ১১ টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মোকতাদির চৌধুরী বলেন, ‘যে পরিস্থিতিতে নির্বাচন হচ্ছে সেটা আপনারা জানেন। গণতন্ত্র ও সংবিধান রক্ষায় ভোট হচ্ছে। কে আসলো কে না আসলো এটা গুরুত্বপুর্ণ না। কাউকে আদর যত্ন করে, পিঠ চাপড়ে আনার দরকার নাই। তবে আমি মনে করি সবার আসা উচিত। আসার ব্যাপারে সিদ্ধান্ত তাদের নিজেদেরকে নিতে হবে।’
মোকতাদির চৌধুরী আরও বলেন, ‘ভোটে কোনো ধরনের জবরদস্তি হলে সেটাও যেন সাংবাদিকরা খেয়াল করেন ও তুলে ধরেন সেই আহ্বান জানাই।’
ঢাকা বিজনেস/এমএ/