০৬ ফেব্রুয়ারী ২০২৫, বৃহস্পতিবার



উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ

ঢাকা বিজনেস ডেস্ক || ২১ নভেম্বর, ২০২৩, ০৩:৪১ এএম
উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ


টাঙ্গাইলের  ঢাকা অভিমুখী  ‘রংপুর এক্সপ্রেস’ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। মঙ্গলবার (২১ নভেম্বর) ভোর পৌনে ৫টার দিকে উপজেলার বেতর এলাকায় ওই লাইনচ্যুতের ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশনের ইনচার্জ রেজাউল করিম এই তথ্য নিশ্চিত করেন

রেজাউল করিম বলেন,‘রংপুর এক্সপ্রেস ট্রেনটি ভোররাতে বঙ্গবন্ধু পূর্ব রেলস্টেশনে বিরতি নিয়ে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যায়। এরপর টাঙ্গাইল রেলস্টেশন পৌঁছালে ট্রেনটির ইঞ্জিনের পাশে লাগেজবাহী বগিটি হঠাৎ লাইসচ্যুত হয়। ফলে ঢাকা ও উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।’

তিনি আরও বলেন, ‘দুর্ঘটনাকবলিত ট্রেনের যাত্রীদের ঢাকার উদ্দেশ্যে কমিউটার ট্রেনে সকাল ৭টা ২০ এর দিকে পাঠিয়ে দেওয়া হয়েছে। উদ্ধারকারী ট্রেন ঢাকা থেকে রওনা দিয়েছে।’

ভোর ৬ টায় ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহী অভিমুখী আন্তঃনগর ধুমকেতু এক্সপ্রেস ট্রেনটি মৌচাক স্টেশনে দাঁড়িয়ে আছে। উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে মেরামতের কাজ শেষ করলেই ফের ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানা গেছে।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন