বাগেরহাটে যুব-বান্ধব স্বাস্থ্যসেবায় যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার নিশ্চিতে সাংবাদিকদের সক্ষমতা শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ নভেম্বর) সকালে শহরের দশানি ধানসিঁড়ি কনফারেন্স রুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বাগেরহাটের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় ২০ জন সংবাদকর্মী অংশ নেন।
ব্র্যাকের ‘অধিকার এখানে এখনই’ প্রকল্পের আয়োজনে যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (এসআরএইচআর) ইস্যুতে বক্তব্য রাখেন, ‘অধিকার এখানে এখনই’ প্রকল্পের বাগেরহাট জেলা সমন্বয়ক এস এম ইদ্রীস আলম ও এরিয়া কো-অর্ডিনেটর জিল্লুর রহমান, ইয়ুথ মবিলাইজার রহিমা খাতুন, স্বদেশ রহমানসহ আরও অনেকে।
এ সময় বক্তারা বলেন ‘কিশোর কিশোরী ও যুবদের জন্য সমন্বিত যৌনতা শিক্ষা ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার নিশ্চিত করে যুব-বান্ধব স্বাস্থ্যসেবায় সবার প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে’। এ লক্ষ্যে নিয়েই ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি'র উদ্যোগে পরিচালিত 'অধিকার এখানে এখনই' (রাইট হিয়ার রাইট নাও ২) প্রকল্প ২০২১ সালের জুলাই মাস থেকে কাজ করে যাচ্ছে ।
ঢাকা বিজনেস/এমএ/