দিনাজপুরের হিলিতে শুরু হয়েছে কম্বল বিক্রি। প্রতিবছর শীতের আগ মুহুর্তে হিলিতে জমে উঠে কম্বল বিক্রি। শীতের আগাম প্রস্তুতি হিসেবে কম্বল কিনছেন অনেকে ও শুরু থেকে বিক্রি ভালো হচ্ছে বলে জানিয়েছেন বিক্রেতারা। শনিবার ( ১১ নভেম্বর) সরেজমিনে হিলি বাজারে কম্বল ক্রেতা-বিক্রেতরাদের সঙ্গে কথা বলে এতথ্য জানা গেছে।
হিলি বাজারে গাইবান্ধা থেকে আসা মো. কবিরুল ইসলাম বলেন, ‘হিলিতে শীতের জন্য কম্বল কিনতে এসেছি। এখানে ভালো মানের কম্বল পাওয়া যায়। বাড়িতে নিজেদের জন্য লেপ আছে। কিন্তু শীতের সময় হঠাৎ করে আত্মীয়স্বজন আসলে বিপাকে পড়তে হয়। তাই শীতের সময় বেড়াতে আসা আত্মীয়স্বজনদের জন্য আগাম প্রস্তুতি হিসেবে কম্বল কিনতে হিলিতে এসেছি। বিভিন্ন দোকান ঘুরে ঘুরে দেখছি। পছন্দের সঙ্গে দামে মিললে কিনবো।’
বগুড়া থেকে হিলি বাজারে কম্বল কিনতে এসেছেন মো, আমজাদ হোসেন। তিনি ঢাকা বিজনেসকে বলেন, ‘শীতের জন্য নিজের শীতবস্ত্র আছে। বাচ্চারা বড় হয়েছে তাই তাদের জন্য কম্বল কিনতে এসেছি। একটি ডাবল কম্বল ( ৮ কেজি) ওজনের কিনলাম ৩ হাজার ৫০০ টাকা দিয়ে।
হিলি বাজারের তৈরী পোষাক বিক্রেতা লাবন্য ফ্যাশনের মালিক মো. আনারুল ইসলাম ঢাকা বিজনসকে বলেন, ‘দোকানে শীতের সব ধরনের কাপড়ই আছে। শীতবস্ত্র আসলে মৌসুমী ব্যবসা। দেশের বিভিন্ন স্থান থেকে ক্রেতারা হিলিতে শীতবস্ত্র কিনতে আসেন প্রতিবছর শীতের সময় বা শীতের আগ মুহূর্তে। কেউ আসেন মহিলা ও শিশুদের শীতবস্ত্র কিনতে। আবার কেউ আসেন কম্বল কিনতে।’
আনারুল ইসলাম আরও বলেন, ‘এবার শীতের আগেই কম্বল বিক্রি বেশি হচ্ছে। আমরা ৪ কেজি ওজনের কম্বল ২২০০ থেকে ২৫০০ টাকা আর ৮ কেজি ওজনের কম্বল ৩২০০ থেকে ৩৫০০ টাকা দরে বিক্রি করছি। বিক্রিও মোটামুটি ভাল হচ্ছে। অগ্রাহায়ন মাস পড়লে বিক্রি আরও বাড়তে।’
ঢাকা বিজনেস/এমএ/