২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



টস জিতে ব্যাটিংয়ে ইংল্যান্ড

ঢাকা বিজনেস ডেস্ক || ০৮ নভেম্বর, ২০২৩, ০৮:৪১ এএম
টস জিতে ব্যাটিংয়ে ইংল্যান্ড


টসে জিতে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। বুধবার (৮ নভেম্বর) পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। 

বিশ্বকাপে একেবারে ছন্দহীন বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ৭ ম্যাচ খেলে মাত্র একটি ম্যাচে জয় পেয়েছে তারা। ইতিমধ্যে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। এই ম্যাচ জিতে চ্যাম্পিয়ন্স ট্রফির আশা বাঁচিয়ে রাখতে চাইবে ইংলিশরা। 

অন্যদিকে, এক যুগ পর বিশ্বকাপ খেলতে এসেই সেমিফাইনাল খেলার আশার কথা শুনিয়েছিলেন কোচ। ছয় ম্যাচে চার হারে সেই আশা ফুরিয়ে গেলেও দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশকে হারিয়ে চমক দেখিয়েছে দলটি। এবার ইংল্যান্ডকে হারিয়ে আরও একবার চমক দেখাতে চায় ডাচরা।  

 /ঢাকা বিজনেস/



আরো পড়ুন