অবরোধেও ঢাকাসহ সারা দেশে গণপরিবহন চালানোর ঘোষণা দিয়েছে টাঙ্গাইল বাস কোচ মিনিবাস মালিক সমিতি। সোমবার (৬ নভেম্বর) দুপুরে নতুন বাস টার্মিনালে পুলিশের সঙ্গে মত বিনিময় সভায় এ ঘোষণা দেন জেলা পরিবহণ মালিক ও শ্রমিক সমিতির নেতারা।
জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতির সভাপতি খন্দকার ইকবাল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।
সরকার মোহাম্মদ কায়সার বলেন, ‘আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। অতিতের অভিজ্ঞতা কাজে চালিয়ে সবাইকে সঙ্গে নিয়ে আমরা কাজ করতে চাই। অর্থনৈতিক চাকা নির্ভর করে পরিবহনের উপর। তাই পরিবহন বেশিদিন বন্ধ থাকলে দেশ ও জাতির জন্য ক্ষতিকর। সে মোতাবেক অবরোধের মধ্যে সারা দেশের সঙ্গে জেলার গণপরিবহন চলাচল চালু থাকবে। নিদিষ্ট সময়ে এসব গণপরিবহন পুলিশের নিরাপত্তা মধ্যে দিয়ে চলাচল করবে। বিভিন্ন জেলার পুলিশ সদস্যদের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা দেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘শুধুমাত্র গণপরিবহন সংক্রান্ত নিরাপত্তার জন্য আলাদাভাবে মোবাইল নাম্বার চালু করা হয়েছে। চালুকৃত নাম্বারে শুধুমাত্র গণপরিবহন সকল সেবা দেওয়া হবে। সে সব গণপরিবহন নিদিষ্ট স্থানে চলাচলাচলের আগে প্রতিটি যাত্রীর ছবি তুলে রাখার আহ্বান জানান।’
বাস কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড়মনি বলেন, ‘বিএনপি-জামাত অবরোধের নামে অগ্নি সন্ত্রাস করছে। এতে করে গণপরিবহন মালিক ও শ্রমিকরা বেকাদায় রয়েছেন। তাই অবরোধ উপেক্ষা করেই সকল প্রকার সারাদেশের সঙ্গে দূরপাল্লার গণপরিবহন চলবে। যে কোন প্রয়োজনে পুলিশ আপনাদের (শ্রমিক) সার্বক্ষণিক সহযোগিতা করবে।’