প্রোটিয়াদের দেওয়া ৩৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ সেঞ্চুরি করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথমে ব্যাট করতে নেমে রানের পাহাড় গড়ে দক্ষিণ আফ্রিকা। যা তাড়া করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পরে বাংলাদেশের। একপ্রান্ত আগলে লড়াই চালিয়ে যাচ্ছেন রিয়াদ। ধংসস্তুপে দাঁড়িয়ে তিনি তুলে নিয়েছেন দুর্দান্ত সেঞ্চুরি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪৪.২ ওভারে ৮ উইকেটে ২১৪ রান। ক্রিজে মাহমুদউল্লাহ ১০৭ ও মুস্তাফিজ ১১ রানে ব্যাট করেছেন।
ওপেনিংয়ে রান তাড়া করতে নামেন তানজিদ হাসান তামিম ও লিটন দাস। প্রথম ৬ ওভার স্বচ্ছন্দে পার করে টাইগাররা। সপ্তম ওভারে এসে জোড়া ধাক্কা খায় বাংলাদেশ।
মার্কো ইয়েনসেনের প্রথম বলেই আউট হন তানজিদ তামিম। তিনি ১২ রান করলেও খাতা খুলতে পারেননি নাজমুল হোসেন শান্ত। গোল্ডেন ডাকের স্বাদ পান এ ব্যাটার। চারে নামা সাকিবও ১ রানের বেশি করতে পারেননি। পরের ওভারে লিজাড উইলিয়ামসের বলে আউট হন তিনি।
এর পর মুশফিকুর রহিম আশা জাগালেও পিচে থিতু হতে পারেননি মিস্টার ডিপেন্ডেবল। ৮ রান করে সাজঘরে ফেরেন তিনি। এ অবস্থায় ব্যাকফুটে রয়েছে সাকিবের দল।
দলের প্রথম ৫ ব্যাটারের অসহায় আত্মসমর্পণে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। একপ্রান্ত আগলে রেখে দলের হারের ব্যবধান কমান মাহমুদউল্লাহ রিয়াদ। বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে ১০৪ বলে চলতি আসরে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নেন তিনি।