২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



জয় দিয়ে টাইগারদের বিশ্বকাপ মিশন শুরু

ক্রীড়া ডেস্ক || ০৭ অক্টোবর, ২০২৩, ১০:৪০ এএম
জয় দিয়ে টাইগারদের বিশ্বকাপ মিশন শুরু


বিশ্বকাপের শুরুতে বাংলাদেশ দল নিয়ে শুরু হয়েছিল হাজারো আলোচনা-সমালোচনা। তবে সব জল্পনা কল্পনা ছাপিয়ে দাপুটে জয়ে দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো বাংলাদেশ। আইসিসি ওয়ানডে বিশ্বকাপের তৃতীয় ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হয়েছে আফগানিস্তান। যেখানে টাইগারদের বোলিং তোপে ১৫৬ রানে থামে আফগানিস্তান।  আফগানদের দেওয়া টার্গেট তাড়া করতে নেমে ৬ উইকেট হাতে রেখে লক্ষে পৌঁছে যায় বাংলাদেশ।

শনিবার (৭ অক্টোবর) বেলা ১১টায় ভারতের ধর্মশালায় টস জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান সাকিব আল হাসান। প্রথমে ব্যাটিংয়ে নেমে ৩৭.২ ওভারে ১৫৬ রান তুলতেই সবকটি উইকেট হারায় আফগান বাহিনী। 

মাত্র ১৫৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দলীয় ১৯ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। রান আউটের ফাঁদে কাটা পড়েন ওপেনার তানজিদ হাসান তামিম (১৩ বলে ৫ রান)। এরপরে দলীয় ২৭ রানে আরেক ওপেনার লিটন দাসকে ফেরান আফগান বোলার ফজলহক ফারুকি। ফারুকির অফ স্টাম্পের বাইরের বলে লিটন খেলতে গিয়েছিলেন ক্লাসিক শট। কিন্তু ইনসাইড-এজ হয়ে বল গিয়ে আঘাতে হানে লেগস্টাম্পে। তাতে ১৮ বলে ১৩ রান করেই থামে লিটনের ইনিংস। এরপরে দলের হাল ধরেন শান্ত ও মিরাজ।

 বল হাতে আফগানদের ব্যাটিং লাইনআপ এলোমেলো করে দেওয়া মিরজা ব্যাট হাতেও রেখেছেন অনন্য ভূমিকা। মিরাজের ৫৭ ও শান্তর অপরাজিত ৫৯ রানে ভর করে ৯২ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা। 

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন