২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



ক্যাম্পাস
প্রিন্ট

জ্ঞান অর্জনই মুখ্য নয়, বিতরণ করার সক্ষমতাটাই আসল: ইবি উপ-উপাচার্য

ইবি সংবাদদাতা || ২৭ সেপ্টেম্বর, ২০২৩, ১১:৩৯ এএম
জ্ঞান অর্জনই মুখ্য নয়, বিতরণ করার সক্ষমতাটাই আসল: ইবি উপ-উপাচার্য


বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মানে সামাজিকভাবে প্রতিষ্ঠিত সুনাগরিক হওয়া বলে মন্তব্য করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মো. মাহবুবুর রহমান। তিনি বলেন, 'জ্ঞান অর্জন করাটাই মূখ্য বিষয় নয় বরং অর্জিত জ্ঞান বিতরণ করার সক্ষমতাটাই আসল। শুধু বিভাগ কিংবা অনুষদে সীমাবদ্ধতা না রেখে বিশ্ববিদ্যালয়কে বুকে ধারণ করে আমাদের মানুষ হবার প্রতিজ্ঞা করতে হবে।'

বুধবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত সামাজিক বিজ্ঞান অনুষদের ২০২২-২৩ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় উপ-উপাচার্য আরও বলেন, 'কেন ভর্তি হলাম বা কী করা উচিত আর উচিত না, এ সম্পর্কে যথেষ্ট রেসপন্সিবিলিটি থাকতে হবে। সিজিপিএ এর উপর নির্ভরশীল না হয়ে নৈতিকতা ও একাডেমিক দায়িত্বের ভারসাম্য রাখতে হবে। চলাফেরা ও আচরণ ভিন্ন হতে হবে।'  

অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, 'তোমরা জ্ঞান অর্জন করতে এখানে এসেছ। তোমরা যতদিন অর্জিত জ্ঞানকে কাজে লাগাতে না পারবে ততদিন সফলতা অর্জন করতে পারবে না। জ্ঞান শুধু আহরণ করা নয় এই জ্ঞানকে প্রশিক্ষণ করাতে হয়। প্রশিক্ষণ করলে দক্ষতা বৃদ্ধি পায়। অর্জিত দক্ষতা যখন কোথাও প্রয়োগ করবে তখন একধরনের ইনোভেটিভ বা ক্রিয়েটিভ আইডিয়া তৈরি হবে। আর তা বাস্তব জীবনে প্রয়োগ করতে পারলেই দক্ষ ও পরিপূর্ণ নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবে।'

নবীন বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ড.কাজী মোস্তফা আরীফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক আলমগীর হোসেন ভুঁইয়া এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। এছাড়াও সামাজিক বিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগের সভাপতি ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় নবীনদের ফুল দিয়ে বরণ করে নেন উপস্থিত অতিথিরা। অনুষ্ঠানের সঞ্চালনা করেন উন্নয়ন অধ্যয়ন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী লামিয়া এবং অর্থনীতি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অনিক।

ঢাকা বিজনেস/ইমন/এন



আরো পড়ুন