২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



সড়ক দূর্ঘটনায় প্রাণ গেলো সেনা সদস্যের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ০৬:৩৯ এএম
সড়ক দূর্ঘটনায় প্রাণ গেলো সেনা সদস্যের


ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মোটরসাইকেলের ধাক্কায় জসিম উদ্দিন (২৭) নামের এক সেনাবাহিনীর সদস্য নিহত হয়েছেন। এ 

ঘটনায় আরও একজন আহত হয়েছেন। সোমবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে কসবা-আখাউড়া সড়কের কসবা পৌর এলাকার ফুলতলী হাবিবুল্লাহ মেমোরিয়াল হাই স্কুলের সামনে এই দূর্ঘটনা ঘটে। কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত জসিম উদ্দিন উপজেলার আদ্রা এলাকার বীর মুক্তিযোদ্ধা জজ মিয়ার ছেলে।

দেলোয়ার হোসেন বলেন, 'জসিম উদ্দিন বাংলাদেশ সেনাবাহিনীর সিলেট সেনানিবাসে সিপাহী পদে কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি ছুটি নিয়ে বাড়িতে এসেছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে তিনি মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। কসবা-আখাউড়া সড়কে হাবিবুল্লাহ মেমোরিয়াল হাই স্কুলের সামনে পেছন দিক থেকে একটি মোটরসাইকেল তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে জসিম উদ্দিন মোটরসাইকেল নিয়ে সড়কের পাশে গর্তে পড়ে গুরুতর আহত হন। সুমন মিয়া নামের আরেকজনও গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক জসিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত সুমনকে কুমিল্লায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।'

পুলিশ সুপার জানান, লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। মোটরসাইকেল দুটি পুলিশ হেফাজতে আছে।

ঢাকা বিজনেস/আজহার/এন



আরো পড়ুন