২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



চার-ছক্কার বন্যার ম্যাচে জিতলো চট্টগ্রাম

ক্রীড়া ডেস্ক || ০৯ জানুয়ারী, ২০২৩, ১১:০১ পিএম
চার-ছক্কার বন্যার ম্যাচে জিতলো চট্টগ্রাম


শেরে বাংলা স্টেডিয়ামে সোমবার (৯ জানুয়ারি) রাতে ওসমান খানের ঝড়ো ব্যাটিংয়ে খুলনা টাইগার্সকে ৯ উইকেটে হারিয়ে প্রথম জয় পেলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। প্রথম ইনিংসে ৫ উইকেট হারিয়ে ১৭৮ রান সংগ্রহ করেছিল খুলনা।   

মিরপুরে সোমবার (৯ জানুয়ারি) খুলনার দেয়া ১৭৯ রান তাড়া করতে নেমে ৪ বল হাতে রেখে মাত্র এক উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় চট্টগ্রাম। ৫৮ বলে ১০৩ রানের অপরাজিত ইনিংস খেলেন চট্টগ্রামের জয়ের নায়ক উসমান। ওপেনিং জুটিতে তার সঙ্গে ১৪১ রানের জুটি গড়া ম্যাক্স ও’দাউদ আউট হন ৫০ বলে ৫৮ রান করে। এর আগে প্রথম ইনিংসে খুলনা টাইগার্সের আজম খানের ব্যাটে এসেছিল প্রথম সেঞ্চুরি। তিনি ৫৮ বলে ৯ চার ও ৮ ছক্কায় ১০৯ রানে অপরাজিত থাকেন আজম। 

মিরপুরে এদিন যেন চার ছক্কার বন্যা বইয়েছে ব্যাটাররা। প্রথম ইনিংসে ১০টি ছক্কার সঙ্গে ১৬টি চার হাঁকিয়েছিল খুলনার ব্যাটাররা। ৫৮ বলে ১০৯ রানের ইনিংস খেলার পথে আজম খান একাই হাঁকান ৯টি চার ও ৮টি ছয়। অন্যদিকে চট্টগ্রামের ইনিংসে ৮ ছক্কার পাশাপাশি আসে ১৫ চার।

এদিকে চার-ছক্কার বৃষ্টি ঝরিয়ে মাত্র ৫৭ বলে সেঞ্চুরি তুলে নেন আজম। এবারের আসরে এটিই কোনো ব্যাটারের প্রথম সেঞ্চুরি। নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারেও প্রথম শতকের দেখা পেলেন এ পাক ব্যাটার। তার চার-ছক্কার বৃষ্টি চলমান থাকে ম্যাচের শেষ বল পর্যন্ত।  

ঢাকা বিজনেস/এম



আরো পড়ুন