২৮ জানুয়ারী ২০২৫, মঙ্গলবার



মাহিয়া মাহি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার || ১৮ মার্চ, ২০২৩, ০৬:৩৩ এএম
মাহিয়া মাহি গ্রেপ্তার


ডিজিটাল নিরাপত্তা আইনে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৮ মার্চ) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে। গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ কমিশনার বলেন, ‌‘শনিবার সকালে ওমরাহ পালন শেষে দেশে ফিরলে  মাহিকে গ্রেপ্তার করা হয়।’

এর আগে শুক্রবার তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দুটি করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। ওই দিন রাতে বাসন থানার উপপরিদর্শক (এসআই) রোকন মিয়া বাদী হয়ে এ মামলা করেন।

এ ছাড়া জমিদখলের অভিযোগে তাদের বিরুদ্ধে হুকুমের আসামি করে আরও একটি মামলা করেন স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন।

এর আগে শুক্রবার ভোরে স্বামীর সঙ্গে ওমরাহ পালনরত মাহি সৌদি আরবের মক্কা শহর থেকে ফেসবুক লাইভে রকিবের গাড়ির শোরুম ভাঙচুর ও হামলার অভিযোগ করেন। 

মামলার অভিযোগে বলা হয়েছে, ফেসবুক লাইভে গিয়ে চিত্রনায়িকা মাহিয়া মাহি সরকার ও তার স্বামী রকিব সরকার মানহানিকর তথ্য প্রচার করে আইনশৃঙ্খলা অবনতি ঘটানোর চেষ্টা করেছেন।

প্রসঙ্গত, মাহির স্বামী গাজীপুরের বাসন এলাকার বাসিন্দা ব্যবসায়ী রাকিব ক্ষমতাসীন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণবিষয়ক উপ কমিটির সদস্য। রাকিবকে বিয়ে করার পর রাজনীতিতে আসা মাহি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হন।

ঢাকা বিজনেস/এম



আরো পড়ুন