১৮ মে ২০২৪, শনিবার



৬৬০ টন চোরাই কয়লাসহ ২ লাইটার জাহাজ জব্দ, আটক ৪১

বাগেরহাট করেসপন্ডেন্ট || ২৪ সেপ্টেম্বর, ২০২৩, ০৭:০৯ পিএম
৬৬০ টন চোরাই কয়লাসহ ২ লাইটার জাহাজ জব্দ, আটক ৪১


মোংলাবন্দরে আমদানী হওয়া কয়লা পশুর চ্যানেল দিয়ে পাচার করার সময় দুটি লাইটার জাহাজসহ ৬৬০ মেট্রিকটন কয়লা জব্দ করেছে কোস্টগার্ড। রোববার (২৪ সেপ্টেম্বর) ভোরে পশুর চ্যানেলের বইটাঘাটা এলাকয় জাহাজসহ ৪১ চোরাকারবারিকে আটক করা হয়। কোস্টগার্ড পশ্চিম জোনের কর্মকর্তা লে. কমান্ডার সাব্বির আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেন।

সাব্বির আহম্মেদ বলেন, ‘মোংলা বন্দরের হারবাড়িয়ায় অনস্থানরত একটি বানিজ্যিক জাহাজ ৬৬০ মেট্রিক টন কয়লা বোঝাই করে যশোর নোয়াপাড়া ঘাটের উদ্যেশে রোববার (২৪ সেপ্টেম্বর) ভোররাতে রওয়ানা হয়। পশুর চ্যানেলের বইটাঘাটা এলাকায় পৌঁছালে কয়লা পাচারের জন্য নৌযান তানজিলা-২ তে কয়লা বোঝাই শুরু করে পাচারকারীরা। পরে কোস্টগার্ড পশ্চিমজোন সদর দপ্তর অভিযানে নামে। অভিযানে ৪১ ব্যক্তিকে আটক করা হয়। দুপুরে পাচারকারীদের পুলিশ প্রশাসনের কাছে হস্তাম্তর করা হয়।’

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন