২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



এনআইডি সেবা বুধবার দুপুর পর্যন্ত বন্ধ

স্টাফ রিপোর্টার || ১৯ সেপ্টেম্বর, ২০২৩, ১০:৩৯ এএম
এনআইডি সেবা বুধবার দুপুর পর্যন্ত বন্ধ


জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সার্ভার বন্ধ থাকবে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে বুধবার  বেলা ২টা পর্যন্ত।  মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) এনআইডি সংক্রান্ত আইডিয়া প্রকল্পের কমিউনিকেশন শাখার জুনিয়র কনসালটেন্ট শফিকুল ইসলাম এই তথ্য জানান।

এই জুনিয়র কনসালটেন্ট বলেন, ‘সার্ভারের রক্ষণাবেক্ষণের কাজ চলছে। ফলে এনআইডি সংক্রান্ত সব সেবা বুধবার বেলা ২টা পর্যন্ত বন্ধ থাকবে।’

এর আগে, সাইবার হামলা ঠেকাতে গত ১৪ আগস্ট রাত ১২টা থেকে প্রায় ৩৮ ঘণ্টা এনআইডির সার্ভার বন্ধ রাখা হয়।

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন