২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



ক্যাম্পাস
প্রিন্ট

‌‘ফিরে চল মাটির টানে’ অনুষ্ঠানের বাছাই পর্ব ইউআইইউতে

ঢাকা বিজনেস ডেস্ক || ০৮ জানুয়ারী, ২০২৩, ১০:০১ পিএম
‌‘ফিরে চল মাটির টানে’ অনুষ্ঠানের বাছাই পর্ব ইউআইইউতে


বিশিষ্ট সাংবাদিক শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় চ্যানেল আইয়ের ‘ফিরে চল মাটির টানে’ অনুষ্ঠানের বাছাই পর্ব ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) অনুষ্ঠিত হবে। সোমবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় ইউআইইউর অডিটোরিয়ামে হচ্ছে এই বাছাই পর্ব।

চ্যানেল আইয়ের জনপ্রিয় অনুষ্ঠান ‘হৃদয়ে মাটি ও মানুষ’র উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গ্রামীণ কৃষি জীবন কাছ থেকে দেখার ও অংশ নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য অনুষ্ঠিত হয় ‘ফিরে চল মাটির টানে’। 

এবারের পর্বে অংশ নেওয়ার জন্য ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীদের সুযোগ দেওয়া হবে। মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের আয়োজনে এবং শাইখ সিরাজে পরিচালনায় বাছাই পর্বটি ইউআইইউতে হচ্ছে। 

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া বাছাই পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ইউআইইউর আগ্রহী শিক্ষার্থীদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। 

ঢাকা বিজনেস/এম 



আরো পড়ুন