ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের(আইসিসি) ‘মান্থ অব দ্য’ আগস্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাবর আজম। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
পাকিস্তানি ব্যাটার বাবর দুর্দান্ত নৈপুন্য দেখিয়ে আগস্ট মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।
সতীর্থ সাদাব খান ও ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটার নিকোলাস পুরানকে হারিয়ে তৃতীয়বারের মতো এই খেতাবে পেয়েছেন পাকিস্তান অধিনায়ক।
এই সম্মানে ভুষিত হয়ে রোমঞ্চিত বাবর বলেন,‘২০২৩ সালের আগস্ট মাসের আইসিসি সেরা খেলোয়াড় নির্বাচিত হতে পেরে আমি আনন্দিত। আগের মাসটি ছিল আমার ও দলের জন্য দুর্দান্ত। কারণ আমরা কিছু অসাধারণ পারফর্মেন্স করেছি। দীর্ঘ দিন পর পাকিস্তানে অনুষ্ঠিত হচ্ছে এশিয়া কাপ। মুলতান ও লাহোরে দর্শকদের সামনে খেলতে পারাটা ছিল অসাধারন। মুলতানে নিজ দর্শকদের সামনে দ্বিতীয়বারের মতো ১৫০ রানের মাইলফলক অতিক্রম করতে পারায় আনন্দের মাত্রাটা দ্বিগুন করে দিয়েছে।’
পাকিস্তান অধিনায়ক বলেন,‘এশিয়া কাপের রোমঞ্চকর পর্বের দ্বরপ্রান্তে এসে আসন্ন আইসসিসি পুরুষ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে আমি আরো বেশী ফর্ম প্রদর্শনের জন্য মুখিয়ে আছি। আমি এবং পুরো দল পাকিস্তানের লাখ লাখ সমর্থকদের আনন্দ দিতে ও মুখে হাসি ফোটাতে চাই।’
ঢাকা বিজনেস/এমএ/